নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

দু্ঃখের বসন্তে আজ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

জানি আজও ফুল ফুটিবে, পাখীও গাইবে
মনের বেদনা মনের মধ্যে লুকিয়ে মানুষ বলিবে -
শীতের শেষে এসেছে আজ ঋতুরাজ - বসন্ত।

.

খুন হয়ে গেছে যে তারই বুকের রক্তের রঙে
রক্ত পলাশের ডাল ফুলে ফুলে লাল হবে
গুম হয়ে গেছে যে - তাহারই বিরহের বেদনায়
বিরহী কোকিল নিশিথের ঝোপে লাল শিমুলের ডালে
কুউ কুউ ডেকে বেদনার ভার ছড়িয়ে ছড়িয়ে দেবে
রাতের অন্ধকারে হতাশার এই সোঁধা মাটির সবুজ প্রান্তরে,
যে বোন আমার স্বপ্ন দেখেছিলো -ফুলে ফুলে সেজে
আলতায় আঁলপনা এঁকে পায়ে আসিবে আজ বসন্তের মেলায়
সেও আজ ঘুমিয়ে আছে মাটির নীচে কবরের নিস্তব্ধতায়
মানুষ নামের কতিপয় ঘৃনিত হিংস্র জানোয়ার
দুর্বলতার সুযোগ নিয়ে সম্ভ্রম লুঠে নেয় তার
বিচার চেয়েও সমাজের কাছে পাইনিতো কোন বিচার
উল্টো তারে অপমানে অবিচারে জর্জরিত করেছিলো পুন:র্বার
অপমান অবজ্ঞার জ্বালা সইতে না পেরে অভিমানি বোন আমার
নির্জনে নিশীথের অন্ধকারে কৃষ্ণচুঁড়ার ডালে
ফুল ও পাখিদের সব মানা উপেক্ষা করে দিয়েছে গলায় দড়ি
সেই ডালেও আজ ফুল ফুটিবে, মনের বেদনায় পাখি গাইবে
সেই গানের সুরে সুর মিলিয়ে আমার অভাগী মা আজ কাঁদিবে
মনের দু:খে কাঁদিবে সকল স্বজন হারানো পাখি - সকল প্রজাপতি
নেচে নেচে খুঁজিবে সকল মৌমাছি হারিয়ে যাওয়া সেই মধু ফুল
খুঁজিবে শ্মশানে সমাধিতে অথবা হতাশার এই সবুজ প্রান্তরে
মাঠ ঘাট খাল বিল ডোবা নালা সারা বাংলা জুড়ে
যেখানে যেখানে -
খুন হওয়া মানুষের
গুম হওয়া মানুষের
ধর্ষিতা বোনের
ক্ষত বিক্ষত পঁচা লাশ
ছড়িয়ে ছিটিয়ে থাকে
ছড়ায় দুর্গন্ধ;
.
এই দু:খের বসন্তে বলো আজ -
ফুলের গন্ধে পাখির গানে কি আসে যায় আজ তাহাদের
কি আসে যায় স্বজন হারানো মানুষ-
পিতা হারা এতিম
স্বামী হারা বিধবা
আর পুত্র হারা জননীর
কিংবা কণ্ঠক বিছানো ফুলের বাগিচায়
খাঁচা বন্দী ডানা ভাঙ্গা অসহায় পাখির?
.
.

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৫

এম এ কাশেম বলেছেন: ।
এলোমেলো না হলে যে গুছিয়ে উঠবে না।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.