নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
(১)
কথায় কথা বাড়ে
রাধা রাঁধে ভাত
কৃষ্ণ বাজায় বাঁশী
রাবণ কোন জাত ?
.
(২)
কাকের শরীরে পাপের পালক
সোহাগের চুমা সহে না বালক
আবেগে জ্বলে উঠে এক ঝলক
রক্ত চোক্ষে চেয়ে থাকে অপলক।
.
(৩)
যে পাত্রে ঝরে স্নেহের জল
সে পাত্র মোর ভাঙ্গে
অভাগার স্নেহ ফুল তবে
ভেসে যাক মরা গাঙ্গে।
.
(৪)
স্নেহের ফুলে যদি দোলে উঠে তরঙ্গ চুমা
সোহাগের হাত বুলিয়ে বলি ঘুমা চুমা ঘুমা
কলি যুগ শুরু, কে মানে গুরু
ফুল-পল্লব শুন্য এ যে বিরাণ মরু
অযাচিত শেয়াল ডাকে দুরের কাননে
কে মেলাবে কণ্ঠ তবে ঐ ভন্ডের সনে ?
.
(৫)
ফুলের রঙ দেখি না আর ছানি পড়া চোখে
সুবাসটুকু বুঝে ফেলি ঠিক হৃদয়ের ঘ্রানে
নারীর রুপে আর কাঁপে না হৃদয়
এক নারীতে যেন হৃদয় পার হয়
যৌবনের রসটুকু শুধু ধরে আছি মনের কোণে।
________________________________
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৩
এম এ কাশেম বলেছেন: ভালো লেগেছে জেনে ভাল লাগলো।
শুভ কামনা।
২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সবগুলোই ভাল হয়েছে। শেষেরটা সবচেয়ে ভাল লেগেছে।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৪
এম এ কাশেম বলেছেন: ভালো লেগেছে - সে আ্মার অপার আনন্দ।
শুভেচ্ছা জানবেন।
৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৪
অশ্রুত প্রহর বলেছেন: নারীর রূপে আর কাপে না হৃদয়,
এক নারীতে যেন হৃদয় পার হয়।
এক কথায় বলবো
চমৎকার।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
এম এ কাশেম বলেছেন: এখন চমৎকৃত হয় না আর
ভয়ে কাঁপে বুক
তবু তার হাতে হাত রাখা
অজানা এক সুখ।
শুভ কামনা।
৪| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: //নারীর রুপে আর কাঁপেনা হৃদয়
এক নারীতে যেন হৃদয় পার হয়//
সুন্দর তাৎপর্যপূর্ন।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
এম এ কাশেম বলেছেন: অক্ষমের সক্ষমতা শুধু ঐটুকু।
বিরত্ব কিংবা বিনয় নয়
বাস্তবতার পরিপুরক প্রতিশ্রুতি মাত্র,
শুভেচ্ছা জানবেন।
৫| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
এম এ কাশেম বলেছেন: মনোররম হয়েই থাক;
শুভ কামনা।
৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগল। লাইনে গ্যাপ দেয়াতে ভালো দেখাচ্ছে না।
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভ কামনা।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: লেখাগুলো কি খনার বচন ? খুবই ভালো লাগলো, মনে রাখার মতো বেশ কয়েকটি উক্তি আছে ।।
০৬ ই মে, ২০১৮ সকাল ১০:২৩
এম এ কাশেম বলেছেন: খনা কি তবে এমন করে লিখেছেন?
এ যুগের খনা হলাম না হয় তবে।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: " কলি যুগ শুরু কে মানে গুরু" ভালো লাগলো