নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
অদ্ভুত আঁধারে ঢাকা আজ পথ পদ রেখা
পথ পানে চেয়ে মাথা কুটে পথিক সকল
চিল শকুনে মিলে করে সবি জবর দখল
এঁকেবেঁকে পথ চলা সে তো শয়তানের শেখা;
বাদীর জিয়েরী রাণী হলে দুঃখের রাজ্যে
হালুয়ার আশায় তেল মেখে শারমেয় পা চাটে
শোরেগোলে শৃগাল চিত্র আঁকে রাজ্যপাটে
ইঁদুরে শিকার করে বিড়াল গাধার-সম্রাজ্যে ;
গুমে খুনে আতঙ্ক নামে সারা দেশ জুড়ে
ধর্ষকে গায় শত শান্তির ললিত বাণী
দুর্নীতি নীতি হায়! - রাখি কোথায় আত্মগ্লানী
কপটে দাপট দেখায় রাজদন্ড অনাচারে;
পদ্মরাগে চোবল হানে পোষা গোক্ষুর সাপ
ধ্বংসের তাপে শোধিবে তবে আজন্ম পাপ।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫২
এম এ কাশেম বলেছেন: লেছেন: জাতি জাগবে কিনা জানি না।
তবে পতনকে কেউ বেশি দিন এড়িয়ে যেতে পারে না।
শুভ কামনা।
২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:৫৩
আকিব হাসান জাভেদ বলেছেন: অবচিার শাসনের দূর্ভোগে যে যেমন করে বেঁচে থাকেতে পারে । যে কয়েকদিনই বেঁচে থাকবে তা শুধু ভয়েভীতিতে বেঁচে থাকা। না হয় কখন কি হয়ে যায় বলা যায় না ভাবা যায় না । দুশ্চিন্তার আরেক নাম আতঙ্ক।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫০
এম এ কাশেম বলেছেন: বাঘের পিঠে সওয়ার,
নামতে চাইলেও নামতে পারছহে না।
৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫০
এম এ কাশেম বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৫
লাবণ্য ২ বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:৫১
এম এ কাশেম বলেছেন: জেনে ধন্য হলাম।
৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:২৪
রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে পারি না। আফসোস হয়।
২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫
এম এ কাশেম বলেছেন: কবিতা লিখতে পারেন না , তাতে কি?
উপন্যাস লিখে ফেলুন।
আফসোস থাকবে না আর।
নোবেল ও পেতে পারেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৬:৫২
অক্পটে বলেছেন: স্বৈারাচারের শাসনে জাতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা সময়ে এসে জনগণ জাগে, আর তখনই স্বৈরাচারের পতন হয়।