নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
বিমূর্ত নষ্ট সন্তানের হাতে ধর্ষিতা জননী,
দিনে দিনে পাপের তরলে অতল গভীরে
রক্ত মাংস শুষে বেড়ে উঠে নষ্ট ভ্রুণ;
ষোল কোটি মানুষের না না উপেক্ষা করে
লোভের ফাঁদে ছলে বলে কৌশলে
আপন পায়ে কুঁড়াল মেরে
শয়তানী প্ররোচনায় নষ্টা ধাত্রীর কলঙ্কিত হাতে
পবিত্র প্রাসাদের অন্ধকারে
অনাকাঙ্খিত বিছানায় ভুমিষ্ট হয়
কিছু মূর্তিমান জারজ;
.
ঘৃণার থুথু চিটায়ে দিলাম শুধু
আকাশে বাতাসে উর্ধ্বে অধে চর্তুদিকে
পাপী তাপী জনে জনে নির্বোধ নির্লজ্জ
চৈতন্যহীন চেনা অচেনা সকল মুখে;
.
বোধের উদয় জানি না হবে কবে
এক দিন হয়তো হবে
ঘৃণার আগুনে পুড়ে
রং মহলে আগুন যে দিন লাগবে।
.
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে ধন্য হলাম
শুভ কামনা।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
সাইন বোর্ড বলেছেন: ক্ষমতার স্বাদ থুতুর চেয়ে নিশ্চয় মন্দ হবেনা ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫১
এম এ কাশেম বলেছেন: নিশ্চয় না।
শুভ কামনা।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
রাফা বলেছেন: কুলাঙ্গার এই জারজদের মুখে অগ্নি থুতু নিক্ষিপ্ত হোক।
কবিতায় ঘৃণার প্রকাশ চমৎকার।ধন্যবাদ,এম,এ,কাশেম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫২
এম এ কাশেম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৮
এম এ কাশেম বলেছেন: তেজ দিয়ে তেজ পাতা বেটে খায়
তবুও তেজ পায় না এই দুর্বল গায়।
শুভেচ্ছা অনেক।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
মাশুক ইবনে হারুন বলেছেন: ভাল লাগলো লেখাটা।