নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
উড়িয়ে দিলাম শাড়ীর আঁচল বাতাসে
মন চাইলে উড়তে পারো আকাশে,
আকাশ জানি বাসা বাঁধার নয় তো ঠিকানা
উড়াল পাখির উড়াল দেয়া বাসা বাঁধার সূচনা;
খাঁচার পাখি উড়াল দিলে আর ফেরে না ঘরে
শূন্য খাঁচা বুকে নিয়ে লাভ কি হবে কাঁদলে পরে?
পাখা মেলার আগে পাখি ধরতে পারলে ধরো
পাখা মেলে উড়াল দিলে পাখির আশা ছাড়ো;
পাখি যখন পাখা ঝাপটায় জড়িয়ে ধরো বুকে
চমকে দিয়ে বলতে পারি - ভালবাসি তোমাকে;
আকাশ পাড়ি, সাগর পাড়ি হয় না একা একা
পথের মাঝে পথ হারালে হইয়ো প্রানের সখা;
ছড়িয়ে দিলাম ফুলের সুবাস বাতাসে
মন চাইলে উড়বো দু'জন আকাশে।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
চাঙ্কু বলেছেন: এত ভালোবাসা!!
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২২
এম এ কাশেম বলেছেন: ভালবাসা একটু বেশী থাকাই ভাল।
শুভ কামনা।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২
নীল আকাশ বলেছেন: চমৎকার ভাবে মনের অব্যক্ত কথাগুলি বলে ফেলেছেন! দারুন।
ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৫
এম এ কাশেম বলেছেন: মনের কথা মনের সাথে মিলে যাবারই কথা।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।