নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মনের টানে মায়ার গানে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪০

কে বলে সে ফিরবে না
ফেরাতে যদি জানো,
মনের টানে মায়ার গানে
ফিরিয়ে তারে আনো।
যে ফিরে যায় অভিমানে
ফেরাতে নাই জেনো তারে
বুকের মাঝে পুস্প পোষে
পুস্প ছিঁড়বে কোন দোষে?
কষ্ট দিয়ে কষ্ট পাবে
নষ্ট সময় হারিয়ে যাবে
কি লাভ হবে? .
.
.
যেতে যে চাইনি নিজে
যেতে কেন দেবে তারে?
যেতে দিয়ে কষ্ট ধলা
কণ্ঠ রোধে বুকটা জ্বলে
নোনা জলে চক্ষু ভেজে
ঘুম আসে না
মন বসে না
গহীন মনে শূন্য লাগে
শূন্য মানে যন্ত্রনা
বিরহের বেদনা
অভিমানে ভুল করনা
যেতে তারে দিও না;
মনের টানে মায়ার গানে
ফিরিয়ে তারে আনো
ফেরাতে যদি জানো।
.
.
কষ্ট পেলে রুষ্ট হইও
ফিরিয়ে তবু দিও না
চাইবে যখন আরো কাছে
ধরা তখন দিও না
মনের ভেতর দু:খ পেলে
কেন দেবে দু:খ তারে
কাঁটা পেলে ফুল দিও গো
ভাসিয়ে দিও সুখ সাগরে;
সুখ সাগরে ভেসে একদিন
ভাঙ্গবে তাহার মনের ভুল
জরিয়ে ধরে দেবে সেদিন
ভালবাসার রঙিন ফুল;
সবরেতে মেওয়া ফলে
ধৈর্যহারা হয়ো না
যেতে তারে দিও না
মনের মানুষ রেখো প্রানে
জীবন সাথী যদি মানো
ফিরিয়ে তারে আনো,
ফেরাতে যদি জানো।
.
.

সংসার মানে সুখ-দু:খ
জীবন মানে যন্ত্রনা
কাঁটা তোলে ফুল বিলিয়ে
পাবে সুখের মন্ত্রনা;
দু:খ পেলে অভিমানে
ভিজবে জানি দু'টি চোখ
সোহাগ ফেলে ভিজিয়ে দিও
চোখের জলে তাহার বুক,
বাদ-বিবাদতো থাকবে সদা
থাকবে শত খুনসুটি
একটা সময় ভাঙ্গলে ভুল
বাঁধো তখন সুখ-জুটি;
কোথায় শুরু কোথায় থামা
জানতে হবে দাঁড়ি-কমা
বুঝতে হবে জোয়ার ভাটা
জীবন যুদ্ধে উটা-নামা;
উঠা-নামায় খেই হারিয়ে
যেতে তারে দিও না
দেহের ভাগী মনের সাথী
যদি তারে জানো
মনের টানে মায়ার গানে
ফিরিয়ে তারে আনো
ফেরাতে যদি জানো;

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭

এম এ কাশেম বলেছেন: হয়তো হয়নি।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.