নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
.
নীল সাগরের পাড়ে বসে
নীল আকাশের নীলের মাঝে
কেমন রঙিন স্বপ্ন দেখো
রঙের দুনিয়াই
বন্ধু নীলের দুনিয়াই;
.
.
রঙের ধরায় রঙের মেলা
রঙে রঙে রঙের খেলা
রঙ ফুরোলে থাকে শুধু
নীল বিরহের জ্বালা
বন্ধু নীল বিরহের জ্বালা;
.
.
সেই জ্বালাতে নয়ন ভাসে
ভাসে সোনার মুখ
লোনা জলে যায়রে ভেসে
নীল দরিয়ার বুক
বন্ধু নীল দরিয়ার বুক;
.
.
রঙিন স্বপ্ন ফুলের মত
নানান সুবাস ছড়ায় কত
কাঁটা রেখে ঝরে পুস্প
কাঁদায় অবিরত
বন্ধু কাঁদায় অবিরত;
.
.
মনের মাঝে মেঘ জমলে
আকাশ খুঁজে মিল
আষাঢ় নামে দু'নয়নে
সাগর হয়রে নীল
বন্ধু সাগর হয়রে নীল;
.
.
নীল সাগরের নীলের বুকে
প্রেমের জ্বালা জুড়ায়
কেমন রঙিন স্বপ্ন দেখো
নীল সাগরের তলায়
বন্ধু নীলের দুনিয়াই;
.
.
নীল সাগরের পাড়ে বসে
নীল আকাশের নীলের মাঝে
কেমন রঙিন স্বপ্ন দেখো
রঙের দুনিয়াই
বন্ধু - নীলের দুনিয়াই।
.
====================================
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
এম এ কাশেম বলেছেন: আপনি খুব সুন্দর মানুষ, তাই সব কিছুতেই সৌন্দর্য দেখত পান।
ধন্যবাদ।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: গীতি কবিতা দারুন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
এম এ কাশেম বলেছেন: উৎসাহ পেলাম।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।