নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
আমার হৃদয়ে রক্ত নদী
একবার প্রিয়া পার হতে যদি
সোহাগের ফুল গুলো ঢেউ তোলে
দোলে দোলে দোলে
আছড়ে পরতো না প্রিয়া
তোমার হৃদয়ের কূলে ?
তুমি ও পাখা মেলে
রাজ হংসীর মতো প্রিয়া
রক্তের নদীতে আহ্লাদে ভেসে
হৃদয়ের তরলে তরঙ্গে
সাঁতার কেটে কেটে যেতে
সুখের অনুভবে ভালবেসে
ভাল লাগা কোমল পরশে প্রিয়া
উঠতে না হেসে ?
রক্তের কণাগুলো পুষ্প রেণু
রেণুগুলো ভালবাসে তোমায় জেনো ;
তোমার উচ্ছ্বল হাসির শব্দ শ্রবনে
রক্তের কণা গুলো উচ্ছ্বাসে মাতে
রক্তের নদীতে প্রিয়া জোয়ার উঠে
চকমকি হিরে জ্বলে তরঙ্গ মুকুটে ;
তরঙ্গ দোলে যদি
ওগো দোলে উঠে
তোমার হৃদয়,
পৃথিবীর সীমানায় তবে
আকাশ কি প্রিয়া
যাবে না গো মিশে
দিগন্ত রেখায় ?
___________________________
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
সহজ শুভ কামনা।
২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
সহজ শুভ কামনা।
শুকরিয়া।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২০
এম এ কাশেম বলেছেন: শোকরিয়া।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২১
এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।