নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...
আমার হৃদয়ে রক্ত নদী
একবার প্রিয়া পার হতে যদি
সোহাগের ফুলগুলো ঢেউ তোলে
দোলে দোলে দোলে
আছড়ে পড়তো না প্রিয়া
তোমার হৃদয়ের কূলে?
তুমিও পাখা দু'টো মেলে
রাজ হংসীর মত প্রিয়া
রক্তের নদীতে আহ্লাদে ভেসে
হৃদয়ের তরলে তরঙ্গে
সাঁতার কেটে কেটে যেতে
সুখের অনুভবে ভালবেসে
ভাল লাগা কোমল পরশে প্রিয়া
উঠতে না হেসে?
.
.
রক্তের কণা গুলো পুষ্প রেণু
রেণু গুলো ভালবাসে তোমায় জেনো,
তোমার উচ্ছ্বল হাসির শব্দ শ্রবনে
রক্তের কণা গুলো উচ্ছ্বাসে মাতে
রক্তের নদীতে প্রিয়া জোয়ার উঠে
চক্মকি হিরে জ্বলে তরঙ্গ মুকুটে ,
তরঙ্গ দোলে যদি
ওগো দোলে উঠে
তোমার হৃদয়,
পৃথিবীর সীমানায় তবে
আকাশ কি প্রিয়া
যাবে না গো মিশে
দিগন্ত রেখায়?
.
======================
০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২১
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা জানবেন।
২| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে প্রকাশিত আপনার প্রথম কবিতাটি পড়ে এলাম, মুগ্ধ হ'লাম। সেখানে একটি মন্তব্য রেখে এসেছি।
এ ছাড়াও, আপনার এই কবিতার ঠিক আগের কবিতাটি, "জীবনে রূপান্তরে" পড়েও একটি মন্তব্য রেখে এসেছি। দুটোই সময় করে একবার দেখে নেবেন।
০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৪:৫৩
এম এ কাশেম বলেছেন: দেখেছি।
ঐ কবিতাটি আসলে ছিলো আমার পক্ষ হতে আমার একমাত্র মেয়ে
আনিকা তাসনিম এর বিয়েতে Part of "Wedding Speech "।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: 'প্রিয়া'র উদ্দেশ্যে রচিত চমৎকার এ নৈবেদ্যটি ভালো লেগেছে।
প্লাস + +।