![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন কিছু হরর মুভির নাম জানতে চাই,যা দেখলে রাত্রে বাহিরে বের হবার সাহস হারিয়ে যাবে।লিংক দিলে আরো ভালো হয়।
২| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৯
নয়া পাঠক বলেছেন: গুগল মামা সব জানে রাজীব ভাই কিন্তু কিছু জানে না।
৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:১২
KGF Chapter বলেছেন: গুগল মামা তো সব জানবেই!!
৪| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:৪২
দেবদাস বাবু বলেছেন: এটা ফেসবুক না ভাই, সুতরাং এই ধরনের পোষ্ট না দেওয়ায় ভালো
৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬
রিফাত হোসেন বলেছেন: ভৌতিক চলচ্চিত্র একেকটা একেক রকমের হয়। আপনি কি দেখতে চাচ্ছেন সেটা পরিষ্কার নয়। অনেকের কাছে টানটান উত্তেজনায় ভৌতিক পরিবেশ ভাল লাগে। অনেকের কাছে রক্তের ছড়াছড়ি ভাল লাগে। অনেকের আদি ভৌতিক ভাল লাগে। অনেকের কাছে নৃশংসতা ভাল লাগে। অনেকের কাছে একাধারে খুন ভিত্তিক ভাল লাগে। আবার কারো কাছে কাল্পনিক। https://m.imdb.com/list/ls026579006/ এখানে ২০০০-২০১৯ পর্যন্ত সব ই আছে৷ তথ্য ভান্ডার বলতে পারেন। কোথায় দেখবেন - টরেন্ট থেকে নামাতে পারবেন অথবা বাংলাদেশের কিছু বেসরকারী সার্ভার আছে, সেখানেও দেখতে পারেন, সে গুলো ফোরাম থেকে খুজতে হবে বা গুগল তো আছেই৷ তবে ভাইরাস থেকে সাবধান থাকবেন। কিছু এন্ড্রয়িড এপ্স আছে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: জানি না।