![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উন্নয়ন কর্মী। জীবনের খসড়া পৃষ্ঠাগুলি থেকে মূল্যবান বিষয়গুলি আলাদা করে পাকা একটি খাতা তৈরী করার আপ্রাণ চেষ্ঠা থাকবে।
আমার পায়ুপথে মুখে ফোঁড়ার মত হয়েছে। যা ফেস্টুলা নামে পরিচিত। গত ঈদের দিন থেকে একটু ছোট ফোঁড়া এখন অনেক বড়। জেলা শহরে একজন ডাক্তার দেখালাম অপারেশান করার জন্য বলেছেন। আমার এক বন্ধু এই রোগের জন্য একবার রাজশাহীতে এবং একবার ভারতের চেন্নাইয়ে অপারেশান করেও সুস্থ্য হয়নি। আমার আরও একজন পরিচিত অপারেশান করার পরও সুস্থ্য হননি। খুব যন্ত্রনা হচ্ছে, কঠিন কষ্টে আছি। আজ শনিবার থেকে ঈদের পর অফিস শুরু হয়েছে। খুব চিন্তা হচ্ছে। আমার বন্ধু বলেছে তোর পা ধরে বলছি অপারেশান করিস না। তার বক্তব্য হমিওপ্যাথিক চিকিৎসায় উক্ত রোগ নিরাময় হবে। তার পরামর্শে গত বৃহস্পতিবার থেকে হমিও চিকিৎসা শুরু করেছি। এ বিষয়ে কোন পরামর্শ থাকলে দয়া করে মন্তব্য করুন।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৫
জীবনের খাতা বলেছেন: গত বৃহস্পতিবার থেকে হমিও ঔষুধ খাচ্ছি, আজকে কিছুটা আরাম অনুভব করছি। দোয়া রাখবেন।
২| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৫
নতুন বলেছেন: Click This Link
ইউকের এনএইচএস এর মতে উপরের চিকিতসা পদ্বতীগুলি রয়েছে।
হোমিওপ্যাথি কোন ওষুধ না। লাইফস্টাইল পরিবতন করুন...খাদ্যাভ্যাস পরিবতন করুন যাতে এতে কস্ট কম হয়।
https://www.youtube.com/watch?v=1LTDzRvPvxY
এই ভিডিওটা দেখুন.. Dr Charles Tsang from Colorectal Clinic সিংগাপুর
৩| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৯
পেলব চক্রবর্তী বলেছেন: ফিস্টুলা চিকিৎসায় ভালো হয়। অপারেশন করা ছাড়া আসলে আর কোন উপায়ও নেই। তবে হ্যা, চেষ্টা করবেন ভালো কোন ডাক্তার দ্বারা অপারেশনটা করাতে।
আর হ্যা, সিদ্ধান্ত নিতে দেরি না করে দ্রুত কোন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান। তিনি সব বুঝিয়ে বলবেন। হোমিওপ্যাথির উপর ভরসা করে থাকবেন না। শুধু কষ্টই বাড়বে।
ভয় পাওয়ার কিছু নেই। এখন যে পরিমাণ কষ্ট পাচ্ছেন, অপারেশনের কষ্ট তার থেকে বেশি না।
আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭
জীবনের খাতা বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
৪| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
পদ্মপুকুর বলেছেন: বাংলাদেশে এই বিষয়ের বস হোলেন ড ফজলুল হক, সমভবত জাপান-বাংলাদেশ মেডিকাল এ বসেন
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮
জীবনের খাতা বলেছেন: ড ফজলুল হক ধানমন্ডি মাল্টি কেয়ার হসপিটালে বসেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০২
রাতুলবিডি৪ বলেছেন: হোমিও চিকিৎসা নিয়ে কাজ হয় শনেছি ।
আমার পরিচিত অনেকেই পাইলসের জন্য হোমিওপ্যাথী চিকিৎসায় খুব দ্রুত উপকার পেয়েছেন । আপনার রোগের আপডেট টা জানাবেন দয়া করে , আমি নিজেও এ বিষয়ে জানটে আগ্রহী ।