নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম আই

কে এম আই

কে এম আই › বিস্তারিত পোস্টঃ

তোমাকে কিছু বলার ছিল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২১

তোমাকে কিছু বলার ছিল
যা এখনও হয়নি বলা
নীরবতায় কেটে গেল বেলা
অনেক বার বলতে গিয়েও
যা হলোনা বলা।

হয়তো কোন এক বসন্তের সকালে
হয়তো লাল টুকটুকে শাড়ি পড়ে
একাকী দাড়িয়েছিলে আনমনে
সেটাই ছিলো প্রথম দেখা ।

স্নিগ্ধ শীতল এক আনন্দের পরশ
ছুয়ে গিয়েছিলো শরীর মন জুড়ে
এরপর কতো শীত পেরিয়ে গ্রীষ্ম
গ্রীষ্ম পেরিয়ে শীত এলো।
তোমাকে বলার সেইকথা
আজও হয়নি বলা।

কতোদিন দুজনে পাশাপাশি হেঁটেছি
চোখে চোখ রেখে বসে থেকেছি,
আমি শুধু নির্বাক তাকিয়ে দেখেছি
তোমার নির্লীপ্ত হাসি ।
আর তোমার চোখে খুঁজেছি
আমার পথ চলা ।
তোমাকে বলার সেই কথা
তবুও রয়েছে না বলা।

আজ ফেলে এসেছি অনকগুলো বছর।
এইতো সেদিনও দেখা হলো
সেদিনও কতো কথা হোল,
তোমার চোখে চোখ পড়তেই
ভুলে গেলাম সবই ।
তোমাকে বলার সেই কথা
সেদিনও হলনা বলা ।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.