নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম আই

কে এম আই

কে এম আই › বিস্তারিত পোস্টঃ

অহম মুক্ত শিক্ষা চাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর সময় শিক্ষা বাবস্থা এমন ছিল যে, শিক্ষার্থীরা যতই শিক্ষা লাভ করতো বা শিক্ষার উচ্চস্তরে প্রবেশ করতো ততোই তাদের মধ্যে এই উপলব্ধি হতো , ‘ আমরা এখনো কিছুই শিখতে পারিনাই । “ ফলে তাঁদের মধ্যে শিক্ষা লাভের আগ্রহ আরও বৃদ্ধি পেতো । অথচ বর্তমান সময়ের শিক্ষা বাবস্থার দিকে যদি তাকাই তাহলে কি দেখি । শিক্ষার্থীরা দু চার কলম শিখেই ভাবতে শুরু করে , “ আমরা সব শিখে ফেলেছি ।“ নিজেদেরকে অনেকেই মহা পণ্ডিত ভাবতে শুরু করে। এই অবস্থা মাদ্রাসা কিংবা সাধারণ শিক্ষা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ।
যদি প্রশ্ন করা হয় শেখার কি কোন শেষ আছে ? উত্তর একটাই শেখার কোন শেষ নেই। আবার শিক্ষা লাভের কোন বয়সও নেই । মানুষ তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শিক্ষা লাভ করে । আসলে এই পৃথিবী শেখার এক অবারিত ক্ষেত্র। বাংলার এক কবি লিখেছিলেন –
"আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাইরে,
কর্মী হবার শিক্ষা আমি বায়ুর কাছে পাইরে ।"
শিক্ষা নিয়ে আত্ম অহমিকা করার কিছু নেই । কারণ এই বিশ্বজগতের অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে এবং অনেক কিছু অজানাই থেকে যাবে । তাই নতুন কিছু শেখার মন মানসিকতা তৈরি করতে হবে । সুনির্মল বসুর একটি কবিতার শেষ কয়েকটি পঙ্কতি এব্যাপারে আমাদের উৎসাহ যোগাতে পারে --
“ বিশ্বজোড়া পাঠশালা মোর , সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস্, শিখছি দিবারাত্র ।
এই পৃথিবীর বিরাট খাতায় , পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র।।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

টুনটুনি০৪ বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট দিয়েছেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

কে এম আই বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

কে এম আই বলেছেন: ফরিদ ভাই অনেক শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.