নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে এম আই

কে এম আই

কে এম আই › বিস্তারিত পোস্টঃ

বিশুদ্ধ মন - ১।।

০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৫

-------------------------
আপনি যেখানেই যান সেখানে এমন কিছু মানুষ থাকবে যারা কোন কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করবে। এই ধরনের মানুষদের মূল সমস্যাগুলো একটু অন্য জায়গায়।
আবার এমন মানুষও আছে যারা আপনাকে খুব সহজেই আপন করে নিবে। এই দুই ধরনের মানুষদের মধ্যে প্রধান পর্থক্য হলো দৃষ্টিভঙ্গির। একটা উদাহরণ দেয়া যাক -
এক বাড়িতে বাস করতো এক মা, ছেলে আর ছেলের বউ। ছেলে সারাদিন থাকতো বাড়ির বাইরে, বাসায় থাকতো শুধু মা আর ছেলের বউ। এলাকা বাসি খুব অতিষ্ট। কারণ, শাশুড়ি বউটাকে সারাদিন বকাবকি করতো। প্রতিবেশিরা মনে মনে বলতো কি দজ্জাল শাশুড়ি একটা নীরিহ বউকে কি অত্যাচারাটাই না করে। প্রতিবেশিদের মধ্যে এক বিজ্ঞ লোক ছিলো সে চিন্তা করলো একটু ভিতরে গিয়ে দেখা দরকার ঘটনাটা কি। তিনি সেই বাড়ির দেয়ালে উঁকি দিয়ে যা দেখলেন তা ঠিক এই রকম-
শাশুড়িতো বউকে বকাবকি করছে কিন্তু বউ কি করছে? সে মাঝে মাঝে শাশুড়িকে লক্ষ্য করে ভেংচি কাটছে, কখনো কিল দেখাচ্ছে, আবার কখনো লাত্থি দেখাচ্ছে। বিভিন্নভাবে সে শাশুড়িকে উত্তেজিত করার চেষ্টা করছে, কিন্তু সে যা করছে নিঃশব্দে করছে।
গল্পটিতে কিন্তু শিক্ষণীয় একটি বিষয় আছে সবার জন্যই, যাদের কথা প্রথমে বললাম তাদের জন্য যেমন আবার যাদের কথা পরে বললাম তাদের জন্যও। আমাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি ওই বিজ্ঞ লোকটির মতো হওয়া দরকার। কারো সম্বন্ধে বিরুপ ধারণা পোষন করার পূর্বে একটু গভীরভাবে যেকোন বিষয় দেখা উচিৎ, চিন্তা করা উচিৎ। কেননা ঘটনার অন্তরালেও কিছু ঘটনা থাকে। আর এজন্য শুধু চোখ খোলা রাখাই যথেষ্ট নয় খোলা রাখতে হবে মনের সবকটি জানালা। আর তখনই খুলে যেতে পারে আপনার অন্তর্দৃষ্টি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.