![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে তুমি অবিশ্বস্থ খুব
কয়েছ আহমদ বকুল
ভালবাসা নয়
না সুখ না বিমগ্ন সংলাপ
সামান্যতম বিশ্বস্থতার লোভ ছিল মেয়ে,
তবুও ভালবাসলে
সুখ দিলে
আত্মাত সংলাপে করলে বোধ
অতঃপর অবিশ্বস্থ সঙ্গিন খেলায়
মেয়ে তুমি আহা মানবী
আমাকেও ভাবতে শেখালে
ভালবাসা সহজ লভ্য
সুখ বিকোয় এখানে সেখানে
আর পুরুষ গুলো জন্মায় বড়ো
বিশ্বস্থতার কাঙ্গাল হয়ে মরিবার লাগি।
©somewhere in net ltd.