![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”
কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি !!
ইমরান এইচ সরকারের কর্মসূচির কোনো অনুমতি না থাকলে পুলিশ তাঁকে বাঁধা দেবে কর্মসূচি করতে, পুলিশ লাঠিপেটা করবে (যা সচরাচর হয়), প্রয়োজনে পুলিশ তাঁকে গ্রেফতার করবে।
কিন্তু সাদা পোশাকের র্যাব কেন উঠিয়ে নিয়ে যাবে ???
কয়েক বছর আগে যখন অনুমতি না নিয়ে অনুমোদন না পেয়েও ইমরান যখন শাহবাগে দিনের পর দিনে আলীগের সরবরাহকৃত বিরিয়ানি খেয়ে লীগের স্বার্থ হাসিল করেছে, তখন র্যাব-পুলিশ কেন তাকে বাধা দেয়নি বা গ্রেফতার করেনি?
কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি !
যারা বিভিন্ন টিভি চ্যানেলে সরকারের তোষামোদী করে গলা ফাটান এই ঘটনা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে যে সরকারের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হবে এবং প্রয়োজনে হেফাজতে ইসলামের সাথে দহরম মহরম চলবে।
বর্তমান সরকার ভিন্ন দল, মত, কাউকেই ছাড়বে না !! এটা তো গণতন্ত্রের পরিপন্থী।
কেউ কেউ বলে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী!! এটাই কি গণতন্ত্রের নুমনা???
২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩
ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: Many thanks.
৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ৭:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। ছোট ছোট আকারের পোষ্টগুলি ঠিক আছে। দেখতে দেখতে ষোলটা পোষ্টও দিয়েছেন, যেটা অত্যন্ত ভালো দিক। পাশাপাশি বলবো অন্যের পোষ্টে ব্যাপকভাবে মন্তব্য করুন। তাদেরকে আপনার ব্লগে দাওয়াত দিন। আশাকরি খুব শীঘ্রই সেফ হবেন। আর একটি কথা কারোও কমেন্টের উত্তর করতে, সেই কমেন্টের ডানদিকে সবুজ বাটনে ক্লিক করলে আবার একটি নুতন স্পেস চলে আসবে, সেখানে উত্তর লিখে জমা করলে তার প্রতিমন্তব্য করা হবে।
অনেক অনেক শুভ কামনা আপনাকে।
৪| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:০৮
ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: Many thanks
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ রাত ২:০৫
কাওসার চৌধুরী বলেছেন: কবীর ভাই, শুভেচ্ছা নেবেন। আপনার লেখার মান ভাল। নিয়মিত ব্লগে সময় দেন। আশা করি অল্প দিনেই সেফ হবেন। শুভ কামনা আপনার জন্য।