![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”মনে প্রাণে বিশ্বাস করি আজকের বাংলাদেশ আগামীতে পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যাবে।”
***গুঁজবের মহারাজ, দালাল টিভি, তেলবাজ, গুঁজবে ৭১ শেষমেশ ধরা খেয়ে গেলো!! ***
***‘আমি এখনো মরিনি। এর আগেও আমাকে আট-নয়বার যারা মেরেছে, তারা ইতর প্রকৃতির। কিন্তু একাত্তর টেলিভিশনের মতো একটা চ্যানেল কীভাবে না জেনে না শুনে এমন খবর প্রচার করতে পারে! কোনোভাবেই আমার মাথায় আসে না। আমার বাসার ফোন নম্বর অনেকের কাছেই আছে। একবার ফোন দিয়ে খোঁজ নিলেই তো হয়।’ ক্ষোভের সঙ্গে বললেন--প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান।
***এভাবেই "৭১ টিভি "অার "জনকণ্ঠ" এর মতো পত্রিকা নামধারী হলুদ মিডিয়া মিথ্যা ও ভিত্তিহীন নিউজকে সত্য বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।***
***পাপ বাপকেও ছাড়ে না। জবাবদিহিতার চরম অভাব।এদের নামে মামলা করা উচিত। গুজব টিভি ৭১!
***৭১ টিভি যে ভুয়া, সেটা কোটা আন্দোলনের সময় প্রমাণিত হয়েছিল, আজ আবার প্রমাণিত হলো***
***ছাত্রসমাজের নামে বহুত মিথ্যাচার করেছো, তোমাদের দালালি করা কি এবার বন্ধ হবে ???
২| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:১১
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বন্ধ হোক হলুদ সাংবাদিকতা আর গুজব!
১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০
ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: ***এভাবেই "৭১ টিভি "অার "জনকণ্ঠ" এর মতো পত্রিকা নামধারী হলুদ মিডিয়া মিথ্যা ও ভিত্তিহীন নিউজকে সত্য বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।***
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৩
সনেট কবি বলেছেন: এবার মরেনিতো কি হয়েছে? একবার না একবার তো মরবেই!