নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যাঁচাল কি? জানতে হলে বাঁচতে হবে......

ক্যাঁচাল ভাই

ক্যাঁচাল ভাইয়ের সালাম নিন

ক্যাঁচাল ভাই › বিস্তারিত পোস্টঃ

২৩শে আগস্ট, ২০২২ ইং

২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০০

২০২২ সালের ২৩শে আগস্ট ক্যাঁচাল ভাইয়ের আগমনে সামহোয়্যারইনব্লগ ধন্য হয়।
স্বপ্নবাজ সৌরভ প্রথম ভিজিটর হিসেব ক্যাঁচাল ভাইয়ের ব্লগ ভিজিট করিয়া নিজেকে ধন্য করেন।
"সে কোন বনের হরিণ ছিলো আমার মনে" শিরোনামে "অপ্সরা"র লিখা পোস্ট ক্যাঁচাল ভাইয়ের প্রথম + ও মন্তব্য পাইয়া ধন্য হয়।
সেইসাথে উক্ত মন্তব্যের জন্যে ক্যাঁচাল ভাইকে প্রথম প্রতি উত্তর করিয় ধন্য হোন "অপ্সরা"।
এদিকে ক্যাঁচাল ভাইয়ের পোস্টেও প্রথম মন্তব্য করিয়া ধন্য হোন "অপ্সরা"।
ফলে নিজের পোস্টের প্রথম প্রতিউত্তরটি "অপ্সরা"কে দিয়া ধন্য করেন ক্যাঁচাল ভাই।

এই পোস্ট দিয়ে রাখলাম, আগামী ১০ বছর পর কাজে লাগতে পারে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

অপ্‌সরা বলেছেন: ক্যাচাল ভাই সাবধানে।

ক্যাচাল লাগালেই কিন্তু ক্যাচ করে কল্লা কেটে দেওয়া হবে।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩

ক্যাঁচাল ভাই বলেছেন:
তওবা! তওবা! বলেন কি! এখানেও কল্লাকাটা পর্টি আছে নাকি? :(

২| ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৫

অপ্‌সরা বলেছেন: :P

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

ক্যাঁচাল ভাই বলেছেন:
ভয় পেয়েছি :(

৩| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৫

জ্যাকেল বলেছেন: !:#Pছলুক।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৮

ক্যাঁচাল ভাই বলেছেন:
ক্যাঁচালের ভুবনে সুস্বাগতম :)

৪| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪১

জ্যাকেল বলেছেন: আপনার নিকখানা দারুণ কিন্তু সেইফ হইবার আশা কইরেন না। শুধু হিউমরাস কমেন্ট করে কাম সারতে থাকেন। আর ব্লগারদের ধণ্য করতে থাকেন। !:#P

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

ক্যাঁচাল ভাই বলেছেন:
এভাবে বলছেন কেনো? সেইফ হতে ক্ষতি কি? আর শুধু কমেন্টেইবা সীমাবদ্ধ থাকতে হবে কেনো? :(

৫| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৭

জ্যাকেল বলেছেন: !:#P আরে ভাইসাহেব মাইন্ড খাইতেছেন কেন। আমি মোডুর কথা কইতেছিলাম। উনি ত সেইফ করতে নাও পারেন, করতেও পারেন। আমার কথায় কি আসে? কমেন্ট যেন পানসে না হয় সেইটা ইংগিতে কইতেসিলাম।

২৬ শে আগস্ট, ২০২২ রাত ১২:০১

ক্যাঁচাল ভাই বলেছেন:
আপনারা জনগণ। আপনাদের তোপের মুখে মডুর কোনকিছু না করে উপায় আছে? আপনাদের কথাতেইতো মডু কতজনেরে ব্যান করলো, কতজনেরে ব্লগ ছাড়া করলো। সো, আপনারা চাইলে আমারেও নিশ্চই সেইফ করবে =p~

৬| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জব্বর নিক নিয়েছেন। মন্তব্য করে ধন্য হলাম।

২৬ শে আগস্ট, ২০২২ রাত ১২:০১

ক্যাঁচাল ভাই বলেছেন:
আপনার বুঝি ভীষণ আনন্দ হচ্ছে???? =p~

৭| ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১১

আনোয়ার মল্লিক বলেছেন:


ক্যাঁচাল ভাই, আপনি কি জটিল ভাই এর আত্নীয়?

২৭ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৪০

ক্যাঁচাল ভাই বলেছেন:
তার আগে বলেন শুনু গেঁয়ো ভূত আপনান কি হোন?

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই চরম হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.