![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
দু একদিন ধরে খুব মেজাজ খারাপ ,চারিদিকে খালি একটাই শব্দ "চুদুরবুদুর" । সবাই জানতে চেস্টা করছে এর মানে কি ? এইটা কি খুব খারাপ শব্দ,কিন্তু এর মানে কি সেইটা বের করার দায়ভার আমার না,সেটার দায় ভার নিয়েছে আমাদের প্রতিবেশী দেশের "আনন্দবাজার " পত্রিকা, মনে হয় এইবার দাদাবাবুরা এর মানে বের করে সবাইকে আনন্দ দিয়েই ছাড়বে । ভাল কথা বাংলা অভিধানে নতুন এক শব্দ যুক্ত হবে ।সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে ধন্যবাদ তিনি এমন এক শব্দ বলে পুরু দেশত বটেই সারা দুনিয়াকে আলোড়িত করেছেন ।"আনন্দবাজার " পত্রিকাত মাঠে নেমেছেই ভাবতেছি বারাক ওবামা না আবার সি আই এ কে নির্দেশ না দিয়ে বসে "চুদুরবুদুর" শব্দের মানে বের করতে, হাজার হঊক মান সম্মানের বিষয় । কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়, সংসদের মত একটা যায়গায় এই ধরনের কথা না বললেই কি নয়, আপনারা সংসদের মত একটা জায়গায় শিশুদের নিয়ে গিয়েছিলেন সংসদে কি হয় সেটা দেখাণোর জন্য,আমার যদি ভুল না হয়ে থাকে সেদিন মাননীয় স্পীকার সাংসদদের বলেছিলেন সাবধানে কথা বলতে,সেদিন সংসদ ছিল ফুলের মত পবিত্র, আজ আপনারা কি একবার ও ভেবেছেন আপনাদের এই ধরনের কথাবার্তা যদি সেই শিশুদের কেউ শুনে থাকে তার মনে কি প্রতিচ্ক্রিয়া হয়েছে, সে কি ভেবেছে ,যার মনে হয়ত আপনাদের জায়গায় গিয়ে দাড়ানোর একটা সপ্ন ছিল সেই সপ্নগুলোর মৃত্যু কি আপনারা ঘটাছেন না ? মানলাম শিশুগুলু কিছু বুঝতে পারেনি কিন্তু তাদের মা বাবা তারা কি চাইবে তাদের সন্তান সংসদে গিয়ে দাড়াক,আমি মনে করি না আদর্শবান বাবা মারা কখনই চাইবে না তাদের সন্তান বড় হয়ে মহান সংসদে গিয়ে উলটা পালটা প্রলাপ করুক তার মানে খুবই সোজা আপনারাই আমাদের ভবিষ্যত প্রজন্মের আদর্শকে থামিইয়ে দিছেন ,জাতি হারাছে তার যোগ্য আদর্শবান নে্তাদের যারা হয়ত জাতিকে অনেক কিছুই দিতে পারত। আসলে আমি শিশুদের কথা কি বলছি আমরা বড়রাই আজ নির্বাক হয়ে গেছি আপনাদের কথা বার্তা শুনে, ভাবতেছি আমরা কি আসলেই আপনাদের সংসদে পাঠিয়েছি,আপনারাই কি আমাদের অভিভাবক , আসলেই.আমাদের অনেক কিছু জানতে হবে.
©somewhere in net ltd.