![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
প্রায়ই দেখি আমাদের সংসদ থেকে কেউ না কেউ ওয়াক আউট করেছে । আসলে সেই শব্দটা "ওয়াক আউট" না "হাইট্টা বাহির হইয়া গেছে" হলে কেমন হয় ? আমার অভি্যোগ শব্দটা নিয়ে, কথা হল আমাদের বাংলা শব্দ থাকতে আমরা কেন ইংরেজ়ী শব্দ ব্যাবহার করব? যে কেউ কোটি বার "ওয়াক আউট" করুক আমার আপত্তি নাই কিন্তু শব্দটা যদি বলি আমাদের ওমুক দল আজ মহান সংসদ হতে "হাইট্টা বাহির হইয়া গেছে" তাহলে কেমন হয়, যদি এইটা কারও পছন্দ না হয় তাহলে আমাদের আঞ্চলিক শব্দগুলো নিয়ে ভোটাভুটি হতে পারে যেমন সিলেটি ভাষায় বলে "হাটিয়া গেছইন গি", বরিশালের ভাষায় "হাইট্টা চইল্লা গেছে" ইত্যাদি।তাই আমাদের সবার আঞ্চলিক বিবেকের কাছে প্রশ্ন আমরা কি ওয়াক আউট শব্দটির যায়গায় আমাদের প্রিয় মাতৃভাষার একটা আঞ্চলিক শব্দ কি ব্যাবহার করতে পারি?আপনারাই ঠিক করুন কারন আপনারাই ত আমাদের আঞ্চলিক বিবেক । এটা আমার মত অজ্ঞান লো্কের বিজ্ঞান সম্মত আঞ্চলিক প্রস্তাবনা, বিবেচনা করতেই হবে এইটা কিন্তু বলি নাই পছন্দ না হলে "ওয়াক আউট" নিয়েই
থাকুন.।.।
©somewhere in net ltd.