![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
বুঝতেছিনা সকাল থেকে কেন জানি মনটা খারাপ,কারন খুজ পেলাম না, কাজে ডুব দিলাম,সব ভুলে ছিলাম যখন কাজটা শেষ,আবার মনটা খারাপ হয়ে গেল । বার বার মনে হছে যদি অনেক উপর থেকে লাফিয়ে শূন্যে ভেসে থাকতে পারতাম ভাল লাগত,যদি সমুদ্রের কাছে গিয়ে বসে থাকতে পারতাম ভাল লাগত । কোন কারন ছাড়া মনের এই খারাপ লাগাটা আমি মেনে নিতে পারিনা,যে কোন কিছুর পেছনে কোন না কোন কারন থাকে আমি সেটা মানি,কিন্তু মনের এই জায়গায় এই লজিক খাটাতে পারি না ।বড় অসহায় লাগে.।
আমি ত আর হুমায়ুন আহমেদের গল্পের কোন চরিত্র না যে মন খারাপ হলে ময়ূরাক্ষী নদীর তীরে বসে থাকব, হলে ভাল হত, অথবা তখন পাশে হয়ত মীরা নয়ত লীলাবতী নামের কেউ পাশে বসে হাত দুটো ধরে বলত "চল রিক্সায় করে বৃস্টিতে ভিজতে ভিজতে কিছুক্ষন ঘো্রাঘো্রি করে আসি,তোমার মনটা ভাল করে দেই"।
বাইরে মনে হয় বৃস্টি নামবে এখনি,আকাশ মেঘে ঢেকে গেছে,খুব ভাল হত বৃস্টিতে ভিজতে পারলে,কিন্তু এখন সম্ভব না,তার চেয়ে ভাল বৃস্টি দেখি।বৃস্টি পড়া শুরু হয়েছে.।.।।
©somewhere in net ltd.