![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.
আগের দিন বাড়ি থেকে ঢাকায় এসেছি,অনেক টায়ার্ড, গভীর আনন্দ নিয়ে ঘুমাচ্ছিলাম, তখন বাজে সকাল ৬ টা,হটাৎ মামার ফোন ঢাকা মেডিকেলে যেতে হবে কারন আমাদের এক আত্মীয় স্ট্রোক করেছেন এবং ঢাকা মেডিকেলে আছেন। কি আর করা ছুটলাম ঢাকা মেডিকেলে । বলে রাখি আমি এর আগে কখনও ঢাকা মেডিকেলে আসি নাই, এবারই প্রথম । সাত সকালে মানুষ কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। আমি আমাদের দেশের সরকারী মেডিকেল গুলুর চিকিৎসাসেবা সম্পর্কে অবগত আছি,অনেক নেগেটিভ কথাই শুনেছি এবং নেগেটিভ কথা শুনছি । যাই হউক আমি আমার আত্মীয় এর খবর নিয়ে বেরিয়ে পড়লাম মেডিকেলের চারপাশ টা দেখতে ,দেখতে লাগলাম চারপাশ । আমার আসলে একটা কথাই মনে হচ্ছিল তখন যে আমরা চাইলে আমদের জনগন কে বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে পারি এই মেডিক্যাল থেকে। আমাদের অনেক বড় একটা মেডিকেল হাসপাতাল আছে ( যদিও সিঁড়ির পাশে,রাস্তার পাশে অস্থায়ী বেডে রুগী রাখা),অনেক জনবল ( বড় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্টার,সিনিয়র ডাক্টার,জুনিয়র ডাক্তার,ইন্টারণী ডাক্তার আর নার্স রা ত আছেনই ), সেবা প্রদানকারী যন্ত্রপাতি (এক্সরে মেশিন,রক্ত পরীক্ষার যন্ত্র ইত্যাদি) আছে কিন্তু একটা জিনিস এর অভাব আছে আর সেটা হচ্ছে ভাল ব্যাবস্থাপনা । যদি হসপিটালের বর্তমান ব্যাবস্থাপনার ৫% উন্নতি করা যেত তাহলে আমদের জনগন আরও ভাল চিকিৎসাসেবা পেতে পারত। পাশাপাশি হসপিটালের নিচের স্তরের কর্মচারীদের অবৈধ লেন দেন (যে সেবা তারা অতিরিক্ত অর্থের বিনিময়ে রুগীদের দিয়ে থাকে অথচ যা তাদের কর্তব্য ) বন্ধ করা গেলে আমার মনে হয় হসপিটালের সেবার মান আরও বাড়ানো সম্ভব,তার জন্য যেটা দরকার সঠিক ব্যাবস্থাপনা এবং যথাযথ মনিটর। আমরা চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, প্রাইভেট মেডিকেলগুলুতে প্রচুর অর্থের বিনিময়ে ভর্তি হই অথচ তার চেয়ে কম খরচে আমাদের সরকারি মেডিক্যাল থেকে অনেক ভাল সেবা পেতে পারি, আর আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা সরকারী মেডিক্যাল এ আরও বেশি সময় ( উনারা দেন তবে আরও ৫% বেশি সময়) যদি ভালভাবে দিতেন তাহলে আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় আরও ভাল সেবা মনে হয়ত আমরা পেতে পারতাম। আমার মনে হয় সরকারের হাসপাতাল ব্যাবস্থাপনার দিকে নজর দেওয়া উচিত, এবং চিকিৎসা সেবা প্রদানের সাথে যারা জড়িত আছেন তাদের সবার ব্যাবস্থাপনা দক্ষতা বাড়ানোর জন্য কাজ করা উচিত।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬
সাদা রং- বলেছেন: ঐ জায়গায় এখনো যাওয়া হয়নি।