নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলাচোখ ...

কাইজেন

আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.

কাইজেন › বিস্তারিত পোস্টঃ

না থামার গল্প............

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২

এইবার বাড়ি থেকে আসার সময় সবাই সাবধানবানীর বিশাল এক ঝুলি আমার সাথে দিয়ে দিয়েছে । সাবধান বানী গুলুর একটা উদাহরন দেই যেমন “বেশি রাত করে বাসায় ফিরবা না,সন্ধ্যা ৭ টার মাঝেই বাসায় ফিরবা” “সাবধানে চলাফেরা করবা” ইত্যাদি...কারন একটাই দেশের অবস্থা ভাল না, নির্বাচনকে সামনে রেখে দুই দলই আজ মুখুমুখি অবস্থানে আজ দাঁড়িয়ে । আমার বিশ্বাস যারা ঢাকায় কাজের জন্য আছেন সবার পরিবারই আসার সময় আমার মত সাবধান বানীর ঝুলি নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ফিরেছেন। প্রত্যেক নির্বাচনের আগেই একই অবস্থা হয় দেশে, কারন আমদের দেশে সবচেয়ে বড় সমস্যা দল গুলুর মাঝে বিশ্বাসের অভাব, আজ পর্যন্ত দেখি নাই কেউ কারও ভাল কাজের প্রশংসা করেছে। কেঊ কুন কিছু বললে তার ঊল্টা কথা অন্য আরেক দলকে বলতেই হবে । কুন এক দল যদি অন্য দলকে বলে ভাই আমরা আমতলায় বসি,তখন আরেক দল ভাবে কেন আমরা আমতলায় বসব নিশ্চয়ই তাদের কুন কুমতলব আছে, তারা তখন কাঠালতলায় বসার প্রস্তাব করে ,আর এভাবেই চলতে থাকে দেশ, এরই মাঝে লাভবান হয় কিছু টক েশা ব্যাবসায়ি, কিছু দেশী আমলা,কিছু বিদেশী আমলা আর আমরা আমজনতা পরিবারের সাবধান বাণী, আর কি হচ্ছে বা কি হবে এই টেনশন নিয়ে দিন পার করে দেই কিন্তু থেমে থাকি না। কারন আজকে আমরা যারা আমজনতা আমাদের সবাইকে কাজ করে খেতে হয়, আমরা জানি যে সকাল হলেই আমাদের কাউকে রিক্সা নিয়ে বের হতে হবে,কাউকে সিএন জি বা বাস নিয়ে বের হতে হবে,কাউকে অফিসের পথে পা বাড়াতে হবে,কাউকে ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে হবে। আমাদের থেমে থাকলে চলে না,চলবেও না। রাজনীতির মারপ্যাচে পড়ে আমাদের কেউ না কেউ হয়ত থেমে যাবে,তাকে নিয়েও হয়ত রাজনীতি হবে তারপরে একদিন সবাই ভুলে যাবে, এতে কেউ হয়ত লাভবান হবেন কেউ হয়ত না। তাই বলে বাকি আমজনতারা কি থেমে যায়? না থামে না.........থামে না জীবিকার তাগিদেই । এই দেশে অনেক কিছুই ঘটেছে কালের আবর্তে কিন্তু আমজনতাদের পথচলা থামে নি,থামবেও না,কারন তারা থেমে গেলে দেশের অগ্রগতিটাও থেমে যাবে...............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

নূর আদনান বলেছেন: আমজনতার না থামার গল্প বুঝলাম....

কিন্তু এইধরনের রাজনীতি কি থামবে না.............

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

কাইজেন বলেছেন: যতদিন না আমদের রাজনীতিবিদরা পরস্পরকে বিশ্বাস করতে পারবে, দলের চেয়ে যখন দেশ আর আমজনতার ভাল মন্দটা বিবেচনা করতে পারবে তখনি এই ধরনের রাজনীতি বন্ধ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.