নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলাচোখ ...

কাইজেন

আমি বাংলার আট দশজনের মত একজন সাধারন মানুষ যাকে বলে আমজনতা,পেশায় একজন ইঞ্জিনিয়ার । মনেপ্রানে বাঙ্গালি, ভালবাসি বাংলাকে,মাকে,বাংলার মানুষদের,চিন্তা করি মুক্তভাবে.

কাইজেন › বিস্তারিত পোস্টঃ

বেশ আছি

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

গতকাল লোডশেডিং সিনেমাটা দেখতে দেখতে অতীতে ফিরে গেলাম,একটা সময় ছিল যখন আমদের ভালবাসার প্রথম প্রহরগুলুতে আমরাও লুকিয়ে দেখা করতাম,ফোন ছিল না আমার,মামার ফোন থেকে ঠিক সাড়ে দশটায় একটা মিসড কল দিতাম তুমার বাবার ফোন এ র তুমি কল করতে, পরে যখন ভার্সিটি তে এডমিসন নিলাম তখন দুই ফ্রেন্ড মিলে একটা ফোন কিনলাম,সপ্তাহের তিন দিন থাকত আমার কাছে বাকি কয়দিন ফ্রেন্ডের কাছে,এভাবেই চলে যাচ্ছিল জীবন,তারপর একে একে দশটি বছর চুটিয়ে প্রেম,এর মাঝে পড়াশুনা সেষ করে চাকুরী করছি,তুমার বাবা মা তোমাকে বিয়ে দেবার জন্য উতঠেপড়ে লাগল,তুমি তখনো ভার্সিটি তে পড়, আমাকে বললে বাবা মায়ের সাথে দেখা কর,করলাম তারা আমাকে পছন্দ করলেন না,কারন আমি কেন বুয়েট এ ইংিঞ্জনিয়ারিং পপড়লাম না,কেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পরলাম আর কত কি,তাছাড়া আমার গায়ের রঙ কাল,বাবার টাকা নাই কেন? তারপর তুমিও তাদের কথায় রাজি হয়ে বিয়ে করে ফেললে,আর আমি অনেক কস্ট নিয়ে এগিয়ে যেতে লাগলাম.দেড় বছর হল বিয়ে করেছি,ছুট্ট একটা মেয়ে হয়েছে,নাম কি জান? থাক বলব না আন্দাজ করে নিও। জানিনা তুমি কেমন আছ তবে আমি বেশ আছি,মাঝে মাঝে চারপাশের কিছু জিনিস মনে করিয়ে দেয় তুমিও ছিলে আমার মাঝে,থাকতে পারতে যদি না সেল্ফিশ হতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১

কবি এবং হিমু বলেছেন: ভালবাসা হয়তো এমনি হয়।তা আপনার সেই মানুষটা ভাল আর সুখে আছে তো? সে সুখে থাকলে আপনি ও সুখে থাকুন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

কাইজেন বলেছেন: জানিনা, হয়ত আছে,আমি চাই সে ভাল থাকুক, বেচে থাক হারিয়ে যাওয়া সময়গুলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.