নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক শেকড় বিচ্ছিন্ন পুষ্প, আসলে সূতো কাটা ঘুড়িআমি স্নিগ্ধ করা শুভ্র গগন ছেড়ে, কলঙ্কিত শামিয়ানার নিচে উড়ি।আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতিআমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম

আমি রিক্ত হয়েছি, সিক্ত করেছি, ধরেছি ধ্বংসের গতি আমি আপন হস্তেই করিয়াছি বিনাশ, নিজের সর্বস্তুতি।

কালো_পালকের_কলম › বিস্তারিত পোস্টঃ

প্রত্যেকটা অযোগ্যের মাঝেই যোগ্য হওয়ার যোগ্যতা থাকে

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩



আমার মতে যে ব্যাক্তিকে অযোগ্য মনে করা হয়, আর তাঁর সমস্ত যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হয়। সে যেন নিজের যোগ্য হওয়ার প্রমাণ দিতে ব্যাস্ত না হয়ে যায়, বরং ততক্ষণাৎ তাঁর নিজেকে অযোগ্য মেনে নেয়া উচিৎ। এবং নিজেকে যোগ্য করে গড়ে তোলার সংকল্প ও পরিকল্পনা করা উচিৎ। তখন সে সত্যিই যোগ্য হয়ে উঠতে পারবে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর আমাদের সমাজের প্রতিটি রন্ধে রন্ধে এমন কিছু লোকের সাথে দেখা হবেই যারা যোগ্য থেকে যোগ্য ব্যক্তিকেও অযোগ্য প্রমানিত করেই ক্ষান্ত হন। আর প্রত্যেক এমন ব্যক্তির কাছে অযোগ্য থেকে যোগ্য হওয়ার সংকল্প ও পরিকল্পনা গ্রহণ করে জীবনকে সাজাতে শুরু করলে, একদিন হয়তো এমন ব্যাক্তি খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে যে আপনাকে "অযোগ্য" উপাধি দিতে চাইবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর কিছু কথা বললেন। আসলে যারা অন্যের গিবত নিয়ে পরে থাকে তাদেরকে আমি কখনো বলতে শুনিনি যে অমুক লোকটা খুব ভালো। তারা সকলকেই অযোগ্য বলে বেড়ায়। আসলে তারা নিজেদেরকে জ্ঞানী চাবে। কিন্তু তারা জানেনা যে তারাই সব থেকে মূর্খ।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

কালো_পালকের_কলম বলেছেন: হ্যাঁ ভাই... নিজে তৈরি করতে হলে মানুষের প্রিয়জন, সকল ভৎসনা পদদলিত করার প্রয়োজন।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: Awesome :)

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ... পড়ার জন্য

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
একমত।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ...❤️❤️❤️

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ওমেরা বলেছেন: ভাল কথা বলেছেন। আমি তখন খুব ছোট ওয়ান, টু, থ্রীতে পড়ি , আমার এক ক্লাসমেট এর জন্য আমি ক্লাসে ফাষ্ট হতে পারতাম না , ক্লাসেও তার সাথে পড়ায় পারতাম না। তার সাথে আমার এত হিংসা লাগত আর খুব রাগও হত , তার খারাপ হোক চাইতাম আল্লাহর কাছে দোওয়া ও করতাম ওর এমন কিছু হোক যাতে ও আর স্কুলে না আসতে পারে। আমার আম্মুকে আবার এসব বলতাম একদিন আম্মু আমকে অনেক বুঝিয়ে বল্লেন তুমি ওর সাথে হিংসা করো না এতে শুধু তোমার কষ্টই বাড়বে , তুমি আর একটু চেষ্টা কর আর একটু বেশী মনোযোগ দিয়ে পড়াশুনা কর তাহলে সে এমনিতেই তোমার পিছনে পরে যাবে । পরবর্তীতে তাই হয়েছিল ।

অনেক ধন্যবাদ ।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ... মূল্যবান মন্তব্যের জন্য। আর আপনার আম্মুর দেয়া শিক্ষাটা আমি আমার জীবনেও দরকার। আপনার আম্মুকেও ধন্যবাদ দিয়ে আমার জন্য দোয়া চাইবেন... যেন যোগ্য হয়ে উঠতে পারি।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ওমেরা বলেছেন: আমার আম্মু তো মারা গিয়েছে আপনি আমার আম্মুর জন্য দোওয়া করবেন।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কালো_পালকের_কলম বলেছেন: আল্লাহ রাব্বুল ইজ্জত উনাকে জান্নাত নসিব করুন

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল বলেছেন...

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

কালো_পালকের_কলম বলেছেন: ধন্যবাদ..... কিন্তু তালগাছ তো আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.