![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফ্রীতে পা্ঠাই সুথ
অগণ্য লাবণ্য কথা।
সুর্যর রশ্নি ছিনে নিয়ে আনি কালান্তর
তবু তুমি ভাল বাসো তাকে।
মেখে চলা এক কদম আগে-পিছে
তবু তুমি....
দু ডানার পাখি আমি... একটা বাসা, একটা আকাশ..
রশি টেনে দিতে পারি না, শেকল পরায় পায়ে ।
আমি কি পাঠাই না আলো, একসময় ফিরবার খুজো পথ।
তবু তুমি ভাল বাসো তাকে?
সন্ধ্যায় আগত প্রলয় বাশি শুধু বাজে নি এ বেলা...
বাড়ির দেব ঠাকুর... নিরবে...নির্বাক..
অন্ধ রাতে ছুই ও দেহ, শুধু হাড়-মাংসের শরীর পাই...
তোমাকে পাই না...
ছারপোকা হয়ে ডুব দেই নিজ আঙ্গিনার দেয়ালে
©somewhere in net ltd.