নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক জীবনের

আমি সাধারন, খুব সাধারন....

কৌশিক হিমু

আমি সাধারন, এবং সাধারন থাকতে চাই।

কৌশিক হিমু › বিস্তারিত পোস্টঃ

তুমি বদলাবে একদিন!!

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

ভালবাসাটা একদিন বুচে যাবে

কমে যাবে দুই মেরুর টান।

রোজ দেখা করাটা একদম পানসে

হয়তো তুমি একদিন বলবে

আমার গায়ের গন্ধ, যা একদিন মিষ্টি ছিল খুব

সহ্যই হবে না, আমারি দেয়া রৃমালে

নাক বোচকাবে তুমি আবার...

অসংখ্য অভিযোগ, ঘড়ি ধরে অপমান

তুমি ও একদিন করবে!!!



এ বুকে মাথা পেতে দিতে ঘেন্না করবে তোমার

র্সাটের কলার কালো, হলুদ দাগ

আমি তখন বে-মানান হবো খুব

একটা রুপসীর কাছে

যার চোখ কালো কাজল, কপলে টিপ

মায়াভরা টুলো -টুলো চোখে আভজাত্যর পোষাক

মৃদু ভালো লাগা গন্ধ,দু-হাত ভরা লাল চুড়ি

শুধু একটি জিনিসই বেশি

নিভু-ণিভু ভালবাসা।



তাই আজ---

আমি রিক্সার বিলে, চিনে বাদামের পার্কে

দিয়ে যাই সব সব কিছুই

যত-দিন পারি,

জ্যামকে অভিশাপ দেই?

রিক্সাওয়ালা অলি-গলিতে নিযে গেলে

দু-টাকা বেশি দেই!

আমি ও ঘড়ি ধরি আজ

মাএ এক ঘন্টা.. লেট, কিছু বলা যায় না

মাত্র দু; সময়ের দু ঘন্টা..

দু বছর ও পার করে দিতে পারি....

আজ আমি তোমাতে বিলিন...

তুমিও কিবা...

কিছুদিন পর সেই টিক-টিক,

সেই ভুলে যাওয়ার আয়োজন।

জানি একদিন তুমি বদলাবে।।।।

পানসে পাতা সম্পর্ক রাবারে মুছেই দেবে

ভাঙ্গা পাখি হয়ে পড়ে রবে

অসময়ের চিঠি

দোকানীর এটো উপহার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.