| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাওছার আজাদ
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
আম্মু, ও-আম্মু আমি এক্কান কথা কইবার চাই, কমু?
- যা ভাগ, এ সময় বিরক্ত করিস না।
- প্লিজ আম্মু, একবার শুনো না!
- তুই এখান থেকে যাবি!! আমি কিন্তু রেগে যাচ্ছি।
- আচ্ছা! আচ্ছা! তুমি কচুর আম্মু! একটা কথা কইবার চাই, তাও শুনতে চাও না। অথচ এতক্ষণে শতাধিক কথা হয়ে গেলো।
- আব্বে বদের হাড্ডি, কইয়া ফালা তাড়াতাড়ি!
- হাহাহা, তুমি বদ। আমি তোমার হাড্ডি।
- এই যে ঝাটা দেখেছিস! এইটা দিয়ে তোকে ঝাটা পূজা করবো।
- আমাকে ঝাটা পূজা করলে, আইজক্যা থাকি তোমাকে আর আম্মু বলে ডাকবোই না।
- তুই আম্মু না ডাকলে তাতে কী আমার বয়েই গেছে!
- হ দেখা যাবে! আজ থেকে মা আর ছেলের সম্পর্ক ব্রেকআপ।
- দেখ বাবা, তুই আমার থেকে যা চেয়েছিস তোকে তাই কিনে দিয়েছি। তবুও তুই এসব কি উল্টো-পাল্টা কথা বলতাছিস।
- এইতো লাইনে এসেছ আম্মু।
- মানে?
- মানে তুমি কচুর মাও।
- আবার শুরু করলি...! দেখ আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে। তুই অযথাই আমার সময় নষ্ট করতাছিস!
- এইতো, এবার ফুল লাইনে এসেছো আম্মু। আমি কি বলতে চাচ্ছি, আশা করি তা বুঝতে পেরেছো।
- মানে কি? পাত্রী খুঁজমু?
- আরে নাহ, তুমি এতসব বাড়ীর কাজ একায় একায় করো। তাই ভাবতাছি...
- চুপ কর! আর ঢং করা লাগবে না। বিয়ে করবি! সেইটা ভালো করে বললেই তো হয়। তাই জন্য এতো নাটক কিসের!
- ইহ, আমি কেন বিয়ে করবো! তার চেয়ে বরং প্রেম করাই ভালো। আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। কিন্তু তাকে প্রস্তাব দিতে ভয় পাচ্ছি। প্লিজ আম্মু, আমার বদল তুমি যদি এই প্রেমের প্রস্তাবটা দিতে, তাহলে বেশ ভালো হতো।
.
নো প্রস্তুতি, নো তৈরি, ডাইরেক্ট রিয়েক্টশন। আমার পিঠে দিলো একটা ঝাটার বারী। এবার সত্যি সত্যিই আমাকে ঝাটা পূজা করেই ছাড়লো। তারপর বলতে শুরু করলো, উর্দু ভাষায় কি যেন কি সব কথাবার্তা...
.
আহারে আম্মু! আপনি আমার দুঃখটা বুঝলেন না!
.
- কাওছার আজাদ।
২|
১৪ ই মে, ২০১৮ রাত ৯:১৫
কাওছার আজাদ বলেছেন: মায়ের ঝাটার পূজোটা এখনো মনে আছে ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৪২
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা মজা পাইলাম। শুভ ব্লগিং।