![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে অন্তপক্ষে বাংলাদেশে ব্যাপক বিনোদন চলতেছে। ভক্তরা একে অপরকে গালিগালাজ করতেও দ্বিধা করছে না। অথচ আর্জেন্টিনা আর ব্রাজিল, এই দুল দুটো একে অপরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ নেই। ক'দিন আগে একটা পত্রিকাতে দেখলাম- 'মেসির চোখে সেরা কয়েকজন খেলোয়ারের নাম।' তন্মধ্যে নেইমারও রয়েছে। তারা একে অপরকে শ্রব্ধা ও সম্মান করে থাকে। এমনকি বার্সাতেও তারা একই দলের সতীর্থ হয়ে খেলে। নেই তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ। নেই কোনো কটুক্তি, হিংসা, গালিগালাজ ও উস্কানীমূল আক্রমণাত্মক কথা-বার্তা। কারণ, তাদের তৃতীয় চোখ রয়েছে।
কিন্তু বড়ই আপসোস! দু'দলের বাঙ্গালী ভক্তবৃন্দগণ উন্মাদ হয়ে গেছে। যেহেতু আর্জেন্টাইনরা বিশ্বকাপ থেকে দূর্ভাগ্যক্রমে গ্রুপ পর্বেই ছিটকে পড়েছে, সেহেতু তাদের ভক্তদের একটু মন খারাপ। তাই তারা লজ্জার ঠেলায় উন্মাদ হওয়ার তেমন সুযোগ পাচ্ছে না। তবে ব্রাজিলিয়ানরা এখনও টিকে থাকাতে, তাদের ভক্তরা একটু বেশি নাচতেছে। এই নাচনটা আর্জেন্টিনা ভক্তদের সহ্য হচ্ছে না। তাই তারাও তাদের সাথে তাল মিলিয়ে একটু নাচানাচি শুরু করেছে। এটা অস্বাভাবিক কিছু না।
.
ওহ্ হ্যাঁ, কয়েকটা বিনোদন ফেসবুক থেকে যোগার করলাম। ঠাণ্ডা মাথায় দাঁত বের করে পড়তে থাকেন। আর কমেন্টবক্সে পাদের ইমুজি দিয়ে যান। এক আর্জেন্টিনা ভক্ত পোস্ট করেছে- 'কাপ দেখে সাপোর্ট করা আর শ্বশুড়ের টাকা দেখে বিয়া করা একই কথা।'
উক্ত পোস্টের কমেন্টগুলো :
১। শ্বশুর বানভাসা যেনেও বিয়া করা আর ৩২ বছর কাপ না পেয়েও সাপোর্ট করা একই কথা ভাই। (ব্রাজিল ভক্ত)
২। যে মহিলার বাচ্চা হয় না, এটা জেনেও বিয়ে করা আর আর্জেন্টিনার সাপোর্ট করা একই কথা। (ব্রাজিল ভক্ত)
৩। ৭টি গোল খাওয়ার পর আপনারা যেখানে দল পরিবর্তন করেননি। সেখানে তিনটি গোল খাওয়ায় কিভাবে আমরা দল পরিবর্তন করি। যাহোক, ব্রাজিল ভালো খেলেছে। তাদের জন্য শুভ কামনা রইলো। (আর্জেন্টিনা ভক্ত)
৪। মেসিকে দেখে সাপোর্ট করা আর শালি দেখে তার বোনকে বিয়া করা একই কথা। (ব্রাজিল ভক্ত)
.
কালকে এক জনের পোস্টের কমেন্টের রিপ্লেতে কে যেন বলেছিল- 'নোয়াখালি বিভাগ হওয়ার স্বপ্ন আর রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল কাপ নেয়ার স্বপ্ন সেইম।'
.
কেউ কেউ আবার বলতেছে- 'ব্রাজিল ভক্তরা ব্রাজিলের উপর কনফিডেন্স নাই। তাই তারা ব্যাকাপ দল হিসেবে পর্তুগালের সাপোর্টে রেখে দিয়েছে।'
কেউ বলতেছে- 'মেসি কিভাবে সেরা হতে পারে? যে কিনা পেন্যাল্টি মিসড করে!'
.
এখন কথা হচ্ছে- একেক বুদ্ধিজীবীর একেক স্টাইলের বাণী। কোনটা মানি আর কোনটা রাখি। একেই বলে হুচুগে মাতাল বাঙ্গালী। থাক আর কিছু কমু না। কইলে আবার চাকরি থাকবে না।
.
'একেক খেলা বুদ্ধিজীবীর একেক স্টাইলের বাণী'/কাওছার আজাদ (কচু)
©somewhere in net ltd.