![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
টুপিওয়ালারা এত বউ পাগলা কেন? হুজুর তথা টুপিওয়ালার বউ এত শান্ত কেন? টুপিওয়ালারা নিজের বউকে পর্দায় ঢেকে রাখে আবার অন্যের বউয়ের দিকেও তাকায় না কেন? নাকি তাদের যৌবন বা চাহিদা শক্তি একেবারেই দূর্বল! টুপিওয়ালারা বউ পিটায় না কেন? নাকি তারা বউকে ভয় করে!
.
না, না, না রে ভাই...! টুপিওয়ালাদের যৌবন হোস্টেলে বিক্রি হয় না। তাই তারা বউ পাগলা হয়, বউকে সবচেয়ে বেশি ভালোবাসে। টুপিওয়ালারা আল্লাহকে ভয় করে। তাই তারা অন্যের স্ত্রীর দিকে তাকায় না এবং নিজের স্ত্রীকেও ঢেকে রাখে। তাদের যৌবন শক্তি দূর্বল নয় রে ভাই...! কারণ তারা আল্লাহর ভয়ে যৌবন Saife করতে পারে। তোদের মতো ভারতীয় হার্বাল কিংবা ভি-ম্যাক্সের প্রয়োজন হয় না রে ভাই...! কারণ তারা যৌবন হাটে-বাজের বিক্রি করে না। তাহলে তাদের যৌবন অটুত থাকবে না তো কার থাকবে!! টুপিওয়ালাদের যৌবন কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়াই তোদের থেকে চারগুণ বেশি! টুপিওয়ালাদের মুখে দাড়ি থাকে! বিজ্ঞান বলেছে- 'পুরুষদের যৌবন শক্তি বৃদ্ধির সহায়ক হচ্ছে দাড়ি।' আবারও প্রমাণিত- কাদের যৌবনশক্তি বেশি! টুপিওয়ালাদের মাথা গরম থাকে না রে ভাই...! কারণ তারা সব সময় শান্তিতেই থাকে। টুপিওয়ালাদের বউ আল্লাহকে ভয় করে, স্বামীর অধ্যাদেশ পালনে সর্বদা প্রস্তুত থাকে, স্বামীকে নিজেদের কলিজা ভাবে। তাহলে বাধ্য স্ত্রীকে তারা কেন পিটাবে! তারা বৌ পাগল হবে না তো কে হবে?
.
টুপিওয়ালারা স্মার্ট নয়! সেই হাজার বছর ধরেই তাদের পোশাক সাদা-মাঠা লম্বা পাঞ্জাবি, ঢিলে-ঢালা পায়জামা, কাঁধবন্ধক, টুপি ও সাদা-কালো পাগড়ী।
আর তোরা স্মার্ট!! সপ্তাহে সপ্তাহে বছরে বছরে তোদের পোশাকের ফ্যাশন পাল্টে। তোরা তোদের স্মার্ট নিয়ে থাক!!
.
হুজুরেরা আনস্মার্ট। তাই তারা ভদ্রভাবে নির্জন স্থানে বসে পেশাব করে। আর তোরা স্মার্ট! তাই জন্যে পথে-ঘাটে ও লোকালয়ের ভীড়ে প্যান্টের চেইন ঘ্যাঁচাং করে টান মেরে 'হোচ পাইপ' বের করে অতঃপর দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করিস! বিজ্ঞান বলেছে- 'যারা দেশি কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব করে, তাদের কিডনীতে সমস্যা হতে পারে।' থাক তোরা তোদের স্মার্ট নিয়ে।
.
তোমার বাবা-মায়ের বিয়ে পড়াতেও হুজুর লেগেছিল। তোমার জন্মের পরও হুজুর লেগেছিল। তোমার মৃত্যুর পরও সেই হুজুরই কিন্তু লাগবে। তবুও হুজুরদেরকে দেখলে গা চুলকায়। শরীর ঘ্যাঁচম্যাঁচ করে। তাদেরকে নিয়ে টিটকারী করে। হুজুরেরা দ্বীন ও নৈতিকতার কথা বললে, তাদের কথায় কোনো কর্ণপাত করে না। কারণ তারা যে হুজুর! স্মার্টদের পরিবেশে অভিযোজিত নয়।
এই দিনে দিন নয় রে নরেণ! আরো দিন আছে। সেদিন বুঝবি হুজুর কী জিনিস!!
.
'টুপিওয়ালা'/কাওছার আজাদ।
©somewhere in net ltd.