নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা : “মানব্য হস্তের কর্মফল”

১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮

বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম নোভেল করোনা,
যার তরে কত ঝড়ছে প্রাণ সে-তো মহা যাতনা।
প্রাণঘাতি করোনার আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী,
নাই তবু করোনার প্রতিষেধক তাই তো সর্বনাশী।
একদিকে জন্ম-শতবর্ষ উৎসবে মেতে থাকে বঙ্গবাসী,
অন্যদিকে করোনা আতঙ্ক নিয়ে জেরবার বিশ্ববাসী।
বিশ্বজুড়ে যেখানে করোনা প্রতিরোধের চিন্তায় ব্যস্ত,
সর্বশ্রম দিয়ে গবেষণার কাজে নিজেকে করেছে ন্যস্ত।
বাঙালিরা সেখানে থানকুনি পাতা খোঁজার চিন্তায় নিমগ্ন,
করতলে মস্তক নত করে গভীর চিন্তায় হয়েছে উদ্বিগ্ন।
বিজ্ঞানীরা গাত্রঘর্ম পণ্ড করেও পাচ্ছে না কোনো যোগসূত্র,
প্রাণঘাতি করোনা ঠেকাতে মালুরা করছে পান গো-মূত্র।
মানব্য হস্তের কর্মফল করোনা ভাইরাস ভীতিপ্রদে আগত,
হাসতে থাকুন হাসির জগতে জানাই আপনাকে স্বাগত।
.
কবিতা : “মানব্য হস্তের কর্মফল”
– “কাওছার আজাদ”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.