![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
বিশ্বের বেশিরভাগ দেশগুলিতে কোরোনা ভাইরাসজনিত কারণে লকডাউনে চলেছে। বিদেশ ফেরতদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেয়া হচ্ছে। গৃহবন্দি! নিশ্চয়ই কাপলগণ (দম্পতি) এই সময়টাকে কাজে লাগাবে। কোয়ারেন্টাইনে থাকা এই বোরিং সময়টাতে নিশ্চয়ই তারা বসে বসে আঙুল চুষবে না; বরং ইনজয়এ্যবল! যুগলগণ তখন স্বাভাবিকের চেয়ে আরও বেশি সময় একসাথে নির্জনবাসে (sex) মিলিত হবে। তা হোক, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, গৃহবন্দিরা কনডম (!) কেনার জন্য বাসা থেকে তো আর বেরও হতে পারবে না। উপরুন্তু, চারদিকে তালাবদ্ধ (Lockdown) অবস্থা! পরিস্থিতি এবং ফলাফল কি দাঁড়াবে? দশ মাস পর কাঙ্খিত ফলাফল প্রকাশিত হব– more babies. জনসংখ্যার হার বৃদ্ধি!
.
পৃথিবী ব্যাপী গত কয়েক বছর ধরে জন্মের হার হ্রাস পাচ্ছে, তবে ২০২০ সালে এর বিপরীতমুখী হতে পারে। একই বিষয়টিতে কিছু মাথামোটা গবেষক একমত যে, ‘আমরা কনডমের জাতীয় ঘাটতি দেখছি। সরকারের উচিত হবে জাতীয়ভাবে কনডম বিতরণ করা। এতে করে জন্ম হার স্বাভাবিক থাকবে।’
বিখ্যাত কনডম গবেষক মফিজ ভাইকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন,– “কোরোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মতো হাইস্প্রিড দেশে কোয়ারান্টাইন বা লকডাউন দেওয়ার সাথে সাথে ‘Birth control method or Condom or Emergency Pills’ এর ব্যবস্থাও করে দিতে হবে। নচেৎ দশ মাস পর কাঙ্খিত ফলাফল প্রকাশিত হব– very more babies.”
– “ভাই, এখন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সবাই এখন আতঙ্কের মধ্যে আছে। কীভাবে কোরোনার মোকাবিলা করব, কীভাবে এ থেকে রক্ষা পাবো—এটাই এখন মুখ্য বিষয়। কিন্তু আপনি এ বিষয়ে না বলে কনডম বিতরণ বা ব্যবস্থার কথা বলছেন কেন?”
– “সবার আগে আপনাকে বুঝতে হবে যে, আমরা বাঙালি জাতি। এক বিপদের মোকাবিলা করতে যেয়ে অন্য বিপদের মুখাপেক্ষী হতে হয়। তাই আমাদেরকে সবদিক থেকেই সতর্ক হতে হবে।”
– “যেখানে কোরোনার ব্যাপারেই আমরা সতর্ক নই, সেখানে কোরোনার আতঙ্কের কারণে কোন সমস্যা আসবে—এটা নিয়ে ভেবে তেমন ফায়দা দেখছি না তো। কোরোনার কারণে পৃথিবীতে যেমন মৃত্যুহার বাড়ছে, তেমনি জন্মহারও বাড়া উচিত। এক্ষেত্রে কনডম বা জন্ম নিয়ন্ত্রণের প্রশ্ন আসছে কেন?”
– “ভাই, আপনাকে ভাবতে হবে না। আপনি যান তো! অযথা আমাকে বিরক্ত করতে এসেছেন! যত্তোসব...”
বিখ্যাত কনডম গবেষক মফিজ ভাই বেজায় ক্ষেপে গেছে। মফিজ ভাইয়ের এটাই সমস্যা, তার কথার বিরুদ্ধে গেলেই ক্ষেপে যায়। মনে হচ্ছে, সেখানে আর থাকা যাবে না। তাই দ্রুত চলে আসলাম।
.
– “কাওছার আজাদ”
©somewhere in net ltd.