নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don\'t be afraid to tell the truth. Because the victory of truth is inevitable.

কাওছার আজাদ

সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।

কাওছার আজাদ › বিস্তারিত পোস্টঃ

“নিরাশ হবেন না, আল্লাহর নিকট ফিরে আসুন”

২২ শে মার্চ, ২০২০ রাত ১১:২৪

কোরোনা ভাইরাসের ভয়ে কখনই আশাহত বা হতাশ কিংবা নিরাশ হবেন না। কাফের, মুর্তাদ, মুনাফিক ও বেঈমানরা নিরাশ হয়। মুমিন কখনোই নিরাশ হয় না। কারণ, মুমিনদের সাহায্যকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন।
অতীতে মানব সভ্যতার উপর যেসব মহামারী, রোগ-ব্যাধী ও প্রকৃতিক গজব এসেছিল—সেই তুলনায় ‘কোরোন ভাইরাস’ ওয়া কা-না দ্বয়্যিফা; কিছুই নয়। সো, আতঙ্কিত হবেন না। আমাদের এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ্ তায়ালা বরাবর যেমন হেফাজত করেছেন, এবারও হেফাজত করবেন ইনশাআল্লাহ।
প্রিয় বন্ধুরা! চলুন-না, এতোদিনের অবাধ্যতা আর পাপগুলোর জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই৷ আল্লাহর অনুগ্রহের উপর পরিপূর্ণ ভরসা রাখি। ইনশাআল্লাহ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরবো।
.
আজকে তো পবিত্র মিরাজের রজনী, তাই না? দোয়া কবুলের রাত! প্রিয় যুবক ভাই! কলিজার টুকরা বোন আমার! আর কত মিছে দুনিয়ার মোহে থাকব আমরা? এখনো কি হুশ হয় নাই? অতি নগন্য তুচ্ছ অণুজীব কোরোনা ভাইরাস—যা খালি চোখে দেখা যায় না। এই অণুজীবও আল্লাহর সৃষ্টি। দেখো, তিনি সামান্য তুচ্ছ অণুজীব দিয়েও কি পরিণতি করতে পারে!! প্রিয় দোস্ত, এখনো কী জ্ঞান ফিরে নাই? বিবেকে নাড়া দেয় নাই? চলুন-না জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করি। নিরালয়ে সিজদায় গিয়ে দু’ফোটা অশ্রু ঝরাই। কোরোনার মতো এই তুচ্ছ মহামারী কেন—বিপদের পাহাড়ও দু’ফোটা অশ্রুজলের কাছে কিছুই নয়।
.
পরিশেষে এটাই বলব যে, সতর্ক থাকা ও প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দূরারোগ্য ব্যধি কিংবা মহামারী থেকে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটাই সর্বোত্তম পন্থা। এমন পরিস্থিতিতে সব সময় এই দোয়া দুটি পড়ার অভ্যাস করা সমীচীন, যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন। দোয়া দুটি হচ্ছে,–
১। উচ্চারণ : “আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযুবিকা মিনাল বারাছি, ওয়াল জুযা-মি, ওয়াল জুনূনি, ওয়া মিন সাইয়িইল আসক্বা-ম।”
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে।’ [আবূদাঊদ হা/১৫৫৪; নাসাঈ হা/৫৫০৮ ‘আশ্রয় প্রার্থনা’ অধ্যায়; মিশকাত হা/২৪৭০]
.
২। উচ্চারণ : “আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযুবিকা মিন মুনকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ‘মা-লি ওয়াল আহওয়া-ই ওয়াল আদওয়া।”
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ-বালাই থেকে আশ্রয় চাই। [তিরমিযী হা/৩৫৯১; মিশকাত হা/২৪৭১]
.
“কাওছার আজাদ”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.