নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

"যুদ্ধাপরাধীদের বিচার" ইস্যুতে এই সরকার অবশ্যই সফল। বাকীসব ক্ষেত্রে কেন শুধু এই ইস্যুই টানা হবে?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

একটি পুরনো জোকসঃ



এক ছেলে কুমির ছাড়া অন্য কোন রচনা মুখস্ত করে নাই। কারন সে উপলব্দি করেছে যে কুমির রচনা মোটামুটি সব পরীক্ষায় কমন। তো সে পর পর কয়েকটি পরীক্ষায় কুমির রচনা লেখার পরে বিষয়টি বাংলা শিক্ষকের নজরে আসে। বাংলা শিক্ষক তাই পরবর্তী পরীক্ষায় কুমির রচনা না দিয়ে বরং গরু রচনা লিখতে দিলেন।



ছেলেটি লিখলঃ

গরু একটি গৃহপালিত প্রানী। এর চারটি পা, একটি লেজ, দুইটি কান আছে। গরু ঘাস খায়। কিন্তু কৃষক ভাই, ভুলেও গরু নদীর পাড়ে বাধবেন না। কারন ঐ নদীতে বাস করে পানির দানব কুমির। সে অত্যন্ত হিংস্র প্রানী। তার বিশাল বড় একটি মুখ আছে। সে অনেক শক্তিশালী। তার অনেক বড় একটি লেজ আছে। তার লেজে খাজ কাটা খাজ কাটা.........



শিক্ষক তো পড়লেন মহা বিপদে! এ কোন মসিবত? কোন ভাবেই তো এই ছেলেকে কুমির থেকে আলাদা করা যাচ্ছে না। অনেক ভেবে চিন্তে তাই তিনি পরবর্তী পরীক্ষায় দিলেন বাড়ি রচনা লেখার জন্য। তৃপ্তির হাসি নিয়ে শিক্ষক ভাবেন, যা ব্যাটা, দেখি এবার কিভাবে কুমির রচনা লিখিস।



পরীক্ষার খাতায় ছেলেটি লিখলঃ

বাড়ি আমাদের থাকার স্থান। সেখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করি। আমাদের সবারই থাকার জন্য বাড়ি দরকার। কিন্তু ভাই! ভুলেও কেউ তাদের বাড়ি নদীর পাড়ে তৈরি করবেন না। কারন, ঐ নদীতে বাস করে পানির দানব কুমির। সে অত্যন্ত হিংস্র প্রানী। তার বিশাল বড় মুখ। ......... খাজ কাটা খাজ কাটা...



এখনকার পরিস্থিতিও অনেকটা ঐ একটিমাত্র রচনা মুখস্ত করা ছেলেটির মত। ইস্যু যাই হোক না কেন সেখানেই "যুদ্ধাপরাধীদের বিচার" টেনে আনতে হবে।



লোকে বলে, " ভাই, এই যে ভারতের কোম্পানী এনটিপিসি, রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশই বাংলাদেশ সরকারকে কর না দিয়ে দেশে নিতে পারবে, এমন চুক্তি করা কি সরকার এর উচিত হইছে?"..

তেনারা বলেন, “একাত্তরে ভারত বাংলাদেশকে সাহায্য করেছে। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার।“



লোকে বলে, ভাই, শেরপুরে শহীদ মিনার ভাঙতে যেয়ে ধরা পড়া যুবলীগ নেতাকে পুলিশ পাগল সাব্যস্ত করে ছেড়ে দিয়েছে।“

তেনারা বলেন, "ওতো পাগলই। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার।"



লোকে বলে, “ ভাই, সে যদি পাগলই হবে তাহলে ছাত্রলীগ এর নেতা হল কিভাবে?"

তেনারা বলেন, “ ওতো পাগল। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার।“



লোকে বলে, "ভাই, বিশ্বজিৎ কে দিনে-দুপুরে কিভাবে কুপিয়ে মারল ছাত্রলীগ এর কর্মীরা”

তেনারা বলেন, “ বিশ্বজিৎ এর খুনীরা ছাত্রলীগের কর্মী না। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার”



লোকে বলে, “ ভাই, বিশ্বজিৎ এর শার্ট নিখোঁজ। কিন্তু এই মামলার সুষ্ঠু তদন্তে যা খুব দরকার ছিল”

তেনারা বলেন, “৭ জন আসামী ধরা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার”



লোকে বলে, “ ভাই, হলমার্ক, পদ্মা সেতু, শেয়ার বাজার কেলেঙ্কারী, ...

তেনারা বলেন, “ থামেন। সংবাদ এর সময় হইছে। সংবাদ দেখতে হবে বাসায় গিয়ে। যুদ্ধাপরাধীদের বিচার করছে সরকার। জানেন তো”



লোকে নিষ্পলক চেয়ে থাকে আর দীর্ঘশ্বাস ফেলে বলে, “ হ ভাই জানি, আমরা সব জানি।"



মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

আশফাক সুমন বলেছেন: দারুন লিখেছেন ভাই। "কুমির" রচনার জোকস টা আমার কাছে নতুন।

দেশ নিয়ে কোন দল বা সরকার কি আসলেই ভাবে?
জনগন কে নয়-ছয় বুঝিয়ে আখের গুছ।তে সবাই ব্যস্ত ।


++++++++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

রাইসুল নয়ন বলেছেন: কি কোমু ?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

একজন নিশাচর বলেছেন: যা মন চায় তাই বলুন। ইচ্ছা হলে ছাগু ট্যাগ ও দিতে পারেন।

ধন্যবাদ কমেন্টের জন্য।

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

কালো স্বপ্ন বলেছেন: কুমিরের জোকসটা চরম হইসে :) :)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

একজন নিশাচর বলেছেন: এটা প্রথম শুনেছিলাম Zee বাংলার "মিরাক্কেল" অনুষ্ঠানে।

ধন্যবাদ আপনাকে।

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২২

একজন আরমান বলেছেন:
হ ভাই জানি, আমরা সব জানি।

রাইসুল নয়ন বলেছেন: কি কোমু ?


আমার আর কিচ্ছু কওয়ার নাই।
আপনারা দুই বন্ধুই সব কইয়া দিছেন।
+++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

একজন নিশাচর বলেছেন: হুম! বুঝলাম। :)

প্লাস এর জন্য ধন্যবাদ আরমান।

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: কমিডি করে লিখেছেন মজা পেয়েছি । কিন্তু কাওসার ভাই হিসাব নিকাশ আছে ভাই । যাক বেশি কথা বল্লে টকশো শুরু হয়ে যাবে :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

একজন নিশাচর বলেছেন: হিমু ভাই, আমিও জানি যে কথা শুরু করলে সেটা অনেক দূর গড়াবে। তাই নিজেই অত সিরিয়াস হয়ে লিখি নি।

খুব কাছের কিছু মানুষের কাছ থেকে ইদানীং বেশ কিছু কটুবাক্য শুনতে হয়েছে। ইস্যু যাই হোক না কেন তারা সেটাকে ঘুরিয়ে "রাজাকার" পর্যন্ত নিয়ে গেছে। শাহবাগ এ গিয়ে যখন নিয়মিত আপডেট দিতাম তখন এই মানুষ গুলোই বাহবা দিত। আর যখনই সরকার এর কিছু অসঙ্গতি তুলে ধরলাম তখনি আমি জামায়াত পন্থি না হয় ছাগু, ইত্যাদি হয়ে গেলাম।

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
ছোট ভাইরে ধন্যবাদ দিয়া লজ্জা দেবেন না। :!> :!> :#>

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

একজন নিশাচর বলেছেন: আইচ্ছা :)

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

বাংলার হাসান বলেছেন: দারুন লিখেছেন

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনেরে যে ছাগু কয় ওয় বড় ছাগু। ছাগুর সংজ্ঞা জানেনা।

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫

একজন নিশাচর বলেছেন: আপনেরে যে ছাগু কয় ওয় বড় ছাগু। ছাগুর সংজ্ঞা জানেনা।


অসংখ্য ধন্যবাদ কান্ডারী ভাই।

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

সিলেটি জামান বলেছেন: দুষ্টু লোকেরা বলে সরকারের কোন দোষ ধরা বা সরকারের বিরুদ্ধে কোন কিছু বলার ক্ষমতা নাকি উনাদের নাই :( :(

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

একজন নিশাচর বলেছেন: সিলেটি জামান বলেছেন: দুষ্টু লোকেরা বলে সরকারের কোন দোষ ধরা বা সরকারের বিরুদ্ধে কোন কিছু বলার ক্ষমতা নাকি উনাদের নাই

এরপর আবার সেই দুষ্টু লোকদের "বাকশালী" বললেও দোষ!
আমরা করুম টা কি?

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

আমি কবি নই বলেছেন: ++

১১ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ "আমি কবি নই" ভাই/আপু। :)

১১| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

স্বাধীকার বলেছেন:
আম্লীগ এমন এক বড়ি আবিস্কার করেছে-যাকে চেতনাইসিন বলা যায়। এই বড়ি সর্বত্র বিলি করা, দেশব্যাপী হকার নিয়োগ করার কাজ তারা শেষ করেছে। তরুন প্রজন্মকে এই বড়িতে বেশী বিভ্রান্ত করা সহজ হচ্ছে।
যেকোনো বিষয়ে নুন্যতম সমালোচনা বা জবাবদিহিতা সহ্য করার মতো অবস্থায় আম্লীগ নেই, সব খানেই একই চেতনা বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। কিন্তু আমরা জানি চেতনা মস্তিস্কজাত, একে বড়ি বানিয়ে খাওয়ালে দেহের ভিতর কোনো পরিবর্তন আনতে পারবেনা। দেশের সর্বাঙ্গে অপরাধের ক্যান্সার বিস্তার লাভ করছে, অথচ তারা চেতনাইসিন দিয়ে এর চিকিৎসা করতে চাচ্ছে।
যুদ্ধাপরাধীদের বিচার করছে আম্লীগ, আইন করেছে আম্লীগ, প্রসিকিউশন দিয়েছে আম্লীগ, বাজেট, আদালত ভবন, সাক্ষী-সবই করেছে আম্লীগ। তিনটি মামলার রায়ও হয়েছে। এরই মধ্যে মন্ত্রীরা শাহবাগে গিয়ে শ্লোগান দিয়ে বলে, ফাঁসি চাই, ফাঁসি চাই-কার কাছে চায় জানতে পারিনি। আম্লীগের মন্ত্রীরা শপথের কথা ভুলে গিয়ে আজ জামাতের কাছে শ্লোগানের মাধ্যমে দাবী করছে ফাসিঁ চাই!! এই তামাশার অবসান জরুরী। রাজাকাররা জেলের মধ্যে সরকারী খাবার খাচ্ছে-স্বাধীন দেশের নাগরিক নির্বিচারে রাজপথে রক্তাক্ত হয়ে পড়ে আছে।

গরীব দুঃখী অনাহারে থাকলে-স্বাধীনতার মূল্য কি?
সমাজে সীমাহীন বৈষম্য থাকলে-স্বাধীনতার মূল্য কি?
যেখানে সেখানে লাশ পড়ে থাকলে-স্বাধীনতার মূল্য কি?
বিশ্বজিতরা খুন হলে, মানিকরা সেঞ্চুরী করলে-চেতনার দরকার কি?

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ স্বাধীকার ভাই।

চেতনাইসিন বড়ি দিয়া আর কত? অনেক তো হল। তরুন প্রজন্মও এখন এই বড়ির বাড়াবাড়িতে ত্যক্ত-বিরক্ত।

এই তামাশার অবসান জরুরী। রাজাকাররা জেলের মধ্যে সরকারী খাবার খাচ্ছে-স্বাধীন দেশের নাগরিক নির্বিচারে রাজপথে রক্তাক্ত হয়ে পড়ে আছে। - আর কিছু বলার থাকে না। যা বলার আপনিই বলে দিয়েছেন।

আপনার স্পর্ধা দেখে অবাক হচ্ছি যে, আপনি "গরীবের স্বাধীনতা", "সীমাহীন বৈষম্য" এবং "যত্র-তত্র লাশ" কথা চিন্তা করেন! গরীবের আবার কিসের স্বাধীনতা? "যত্র-তত্র লাশ" - এটা বিচ্ছিন্ন ঘটনা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে ভাল আছে (ম খা আলমগীর)।
আপনি স্বাধীনতার সপক্ষের কেউ? সপক্ষের কেউ না হলে স্বাধীনতার ব্যাপারে আপনার কথা বলার কোন অধিকার নাই। আপনি তো ভাই ব্যাকডেটেড। আমরা সবাই ব্যাকডেটেড।

১২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

রাইসুল নয়ন বলেছেন: ভাবছিলাম কিছু কমুনা, না কইয়া আর পারলাম না,
নিশ্চয় জ্যামিতি মনে আছে !!
ABD=OBD


১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

একজন নিশাচর বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল। :(

১৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

একজন আরমান বলেছেন:
হা হা।
নয়ন ভাই আমিও তাইলে আপনের সূত্রডা পুরা কইররা দেই
ABD=OBD= দেশের অবনতি !

১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

একজন নিশাচর বলেছেন: যাক! একটা ক্লু পাওয়া গেল। আমার তো গতরাতে ঘুম হয় নাই এই জ্যামিতির হিসেব মেলাতে গিয়ে।

সুত্র প্রমান করার জন্য ২৫০ গ্রাম ধইন্যা (ধনে পাতার দাম বাড়ছে। নাইলে ১ কেজিই দিতাম)

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

মনে নাই বলেছেন: ট্যাক্স ফ্রি বিজনেসের অপসুযোগটা কিভাবে দেয়া হলো!!!!! পুরাই হতাশ।

১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

একজন নিশাচর বলেছেন: দাদাদের একটু মন কাড়ার চেষ্টা করে হয়েছে আরকি। আ'লীগ এর এই বিপদের দিনে যদি দাদারা মুখ ফিরিয়ে নেন তাইলে তো আগামী নির্বাচনের জন্য বিপদ!

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২

তীর্থক বলেছেন: বি এন পি তো আওয়ামীলিগের কাছ থেকে অনেক কিছু শিখছে।

বি এন পি জামাত-শিবির থেকে সরে গেলে তো আওয়ামীলিগ জামাত-শিবির'কে নিয়ে আগামি নির্বাচনে ১৫ দল গঠন করবে। সেটাকে কি দিয়ে ঠেকাবেন :-)) ১৯৮৬ তে জামাত কে নিয়ে স্বৈরাচারে'র সাথে জোট করে আওয়ামীলিগ যে নির্বাচন করে জাতীয় বেইমান উপাধী পেয়েছিল তা ভুলে জাননি আশা করি :-)

১৯৯৬এ ও কিন্তু আওয়ামীলিগ জামায়াত কে সাথে নিয়ে নির্বাচন করেছে। মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আজমে'র পা ধরে সালাম করে নির্বাচনে জয়ীও হয়েছিলেন :-))

কি ভুল লিখলাম ;-)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

একজন নিশাচর বলেছেন: নতুন করে শিখল কিভাবে গুম করতে হবে, কিভাবে বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে, কিভাবে গনতন্ত্রের গলা চেপে ধরতে হবে, ইত্যাদি, ইত্যাদি।

ধন্যবাদ তীর্থক আপনাকে।

১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।

ধইন্না পাতার থিকাও সস্তা চা আর বেঞ্চু। এইগুলা দিলেই বেশী খুশি হইতাম। ;) ;) ;)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

একজন নিশাচর বলেছেন: আইচ্চা। :)

মিরপুরে আসলে ফোন দিও।

১৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

একজন আরমান বলেছেন:
মিয়া কল দিলে ধরেন না ! /:) /:) /:)

আমি গত কালকেও মিরপুর আসছিলাম।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

একজন নিশাচর বলেছেন: ঐ মিয়া এইবার সত্যি সত্যি মাইর খাবা। তোমার নাম্বার আমার মোবাইল এ সেভ করা আছে। আমি কাল/পরশু তোমার কোন ফোন পাই নাই। চেক করে দেখ আমাকে ফোন দিতে গিয়ে অন্য কাকে দিয়ে ফেলেছ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.