![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান
জামায়াত-শিবির গুজব ছড়াচ্ছে - "আজ ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অনেক শিশু অসুস্থ"
আর এক শ্রেণীর চুচীলরা এই ব্যাপারে জনগনকে সজাগ থাকার আহবান জানিয়েছেন/জানাচ্ছেন/জানাবেন।
এর আগে কিছু কথা বলা দরকার।
ভিটামিন 'এ' ক্যাপসুল কেনার দরপত্র প্রক্রিয়া বাস্তবায়নকারী সংস্থা- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেজ ডিপার্টমেন্টের (সিএমএসডি) এবার ২ ধরনের মোট ১১ কোটি পিস ভিটামিন 'এ' ক্যাপসুল কেনার জন্য ১২ ডিসেম্বর বিশ্বব্যাংক এর অর্থায়নে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। দরপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল গত ২৬ মার্চ। এর জন্য মনোনীত করা হয় ভারতের ভুঁইফোঁড় প্রতিষ্ঠান "মেসার্স অলিভ হেলথ কেয়ার"। এই প্রতিষ্ঠানটিকে মনোনীত করার প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে অপর প্রতিদ্বন্দ্বী কানাডিয়ান প্রতিষ্ঠান "ব্যানার ফার্মা করপোরেশন" বিশ্বব্যাংকের কাছে অভিযোগ করে। বিশ্বব্যাংক অলিভ হেলথ কেয়ার এর কাগজ পত্র যাচাই বাছাই করে দেখতে পায়, এ কাজের জন্য যেসব যোগ্যতার প্রমাণপত্র জমা দেওয়া দরকার তার সবগুলো অলিভ হেলথ কেয়ারের পক্ষ থেকে জমা দেওয়া হয়নি। এমনকি এই প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর তালিকাভুক্ত ও নয়।
আমাদের চুচীলরা এই তথ্যগুলো এড়িয়ে গিয়ে, জামায়াত-শিবির কি কি প্রোপাগান্ডা চালাচ্ছে তা নিয়েই ব্যস্ত। তাদের দাবী, এটা সম্পুর্ন জামায়াত এর ষড়যন্ত্র। আরে ভাই, আপনারা শুধু জামায়াত এর পিছনে কেন পড়ে আছেন? দেশে কি আর কোন সমস্যা নেই? এত একপেশে কেন আপনারা?
চাঁদে সাইদীর ছবি দেখা গেছে এমন গুজবের পরে ভিটামিন ক্যাপসুল খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে এমন গুজব জামায়াত-শিবির ছড়ালে সেটা অস্বাভাবিক কিছু না। এখন পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খেয়ে কোন শিশু অসুস্থ হল বা না হল সেই আলোচনা-সমালোচনা না করে আগে জিজ্ঞেস করুন স্বাস্থ্য অধিদপ্তরের কিভাবে আমাদের ২.৫ কোটি শিশুকে হুমকির মুখে ঠেলে দিল? সেটা করলে কি আপনাদের চুচীলদের জাত যায়? সরকারের সমালোচনা করতে আপনাদের কেন কলমের কালি শেষ হয়ে যায় আর কিবোর্ডের সংযোগ বারেবারে বিচ্ছিন্ন হয়ে যায়? একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধ ঢাকার অপচেষ্টা কেন করছেন আপনারা? পতন দিয়ে কি কখনো পতন ঠেকানো যায়?
আপনাদের মত চুচীলদের মুখে "থুঃ" দিতে কিন্তু আম-জনতার মুখের থুথুর অভাব হবে না। মনে রাখবেন।
তথ্য সুত্রঃ
১. কালের কণ্ঠঃ ভিটামিন 'এ' ক্যাপসুল কেনা নিয়ে অনিয়মের অভিযোগ
২. পরিবর্তনঃ গুরুতর অভিযোগ : মানহীন কোম্পানি থেকে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
একজন নিশাচর বলেছেন: ছাগুরা তো যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। আপনিও কি তাই নিবেন?
উপরের আলোচনার সাথে প্রাসাঙ্গিক আলোচনা প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। অন্য ইস্যু টানবেন না এখানে।
ধন্যবাদ।
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
একজন আরমান বলেছেন:
ভাই বাঁশের কেল্লার লাইকার রা এমন গুজব ছড়াবেই।
আর চুচিলদের কথা আর কি কমু?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪
একজন নিশাচর বলেছেন: শালার বাশের কেল্লার ব্যাপারটা কিছুই বুঝলাম না। ওরা দুই দিন পর পর ধইস্যা পড়ে আবার কৈত্তা গজাইয়া উঠে।
চুচিল বরাবরই "চু চি ল"
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি ব্যাপারটা দুঃখজনক
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯
একজন নিশাচর বলেছেন: আমার ভাগ্নির বয়স ২ বছর। গুজব শুইন্যা বাসায় ফোন দিলাম। জিজ্ঞেস করলাম বাবুকে ভিটামিন খাওয়াইছে কিনা। বলে "না"। দিছি এক ঝারি। আব্বা-আম্মার মত শিক্ষিত মানুষজন যদি এই গুজব বিশ্বাস করেন তাইলে বাকিদের ব্যাপারে এমনিতেই ধারনা করা যায়।
আর সাথে ভিটামিন ক্রয় সংক্রান্ত রিপোর্ট গুলা পড়লাম। দুঃখের বিষয় হল এই ব্যাপারটাতে চুচিলদের রা মাত্র নেই।
ব্যাপারটা সত্যিই দুঃখজনক।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
রাইসুল নয়ন বলেছেন: চুচিলদের মুখে ছ্যাপ দেই ।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪
একজন নিশাচর বলেছেন: বলেছেন: রাইসুল নয়ন বলেছেন: চুচিলদের মুখে ছ্যাপ দেই ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
নন্দনপুরী বলেছেন: মিথ্যা খবর ছড়ানো আর নিজের বোনের সাথে জিনা সমান অপরাধ
শিবির এটাই করে চলেছে.............