নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

সস্তা প্রেম-সেক্স। অতপর...

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

ঘটনা ১



গতবার রমজান এর সময়কার কথা। প্রথম রমজানের দিন ইফতারের দিন বাকি সব জিনিসপত্রের সাথে ১০ টাকার কাচা মরিচ কেনার জন্য জিগাতলা কাচা বাজারে গেছি। বাজার করে বাসায় আসলাম। মোটামুটি তিন দিনের মধ্যে আর কাচা মরিচ কিনতে হয় নি।



রমজানে সাধারনত দিনে বের হতাম না। বের হলে একসাথে ইফতারি করে বের হতাম। অনেক ছোটভাই এবং বন্ধুরা একসাথে মিলে চা-সিগারেট খেয়ে বাসায় ফিরতাম। ৪-৫ রোজার ঘটনা হবে। এক ক্লোজ ছোটভাই এর সাথ নতুন একটি মেয়ে সার্কেলে দেখে কিছুটা অবাক হয়ে যাই। রমজানের মধ্যেও তার পোশাক আশাক কে আর যাই হোক শালীণ বলা চলে না। বাসায় ফিরে রাতে ফোন দিলাম সেই ছোট ভাইকে। জিজ্ঞেস করলাম। "এই রমজানের মধ্যে তুই এই উশৃঙ্খল মাইয়্যা কইত্যা নিয়া আইলি?" তার সোজা সাপ্টা উত্তর - " ভাই, ফেসবুকে পরিচয়। সেইখান থিকাই প্রেম। আইজই প্রথম দেখা হৈছে। বাসায় আব্বু-আম্মু কেউ আছিলো না। তাই বাসায় লইয়া আইছিলাম।......" এরপর দুই তিন দিন মেয়েটিকে আমাদের আড্ডায় আমি দেখেছি। এরপর তাকে আর দেখতে পেলাম না। সেই ছোট ভাইটিকে জিজ্ঞেস করলাম - "কিরে, তুই একা কেন?"। সে বলল - "কেন ভাই?"। তোর লগের "পাইটু" কই? সে বলল- "কি যে কন ভাই। যেই মাইয়্যা প্রথম দিন দেহা কইর‍্যাই বিছনায় আহে ওর লগে আর কয়দিন সময় কাটামু?"



কিছুক্ষন ভাবলাম যে কি হচ্ছে এসব। ১০ টাকার মরিচ কিনলেও শেষ হতে তিন দিন লাগে। আর যৌনতা এত সস্তা? প্রেম এর আয়ুষ্কাল এত কম?



ঘটনা ২



এক বন্ধুর সাথে গত কয়েকদিন ধরে এক কলেজ পড়ুয়া মেয়ের ফেসবুকে মন দেয়া নেয়া চলছে। ঘটনার ব্যপ্তিকাল সর্বোচ্চ ২০ দিন। মেয়েটিও আবার আমাদেরই আরেক বন্ধুর জিএফ এর বান্ধবী। আজ (২২.৩.১৩) প্রথম দিন তারা দেখা করবে। রাতে জার্নি করে এসেছে তাই সে কিছুটা বিধ্বস্ত এবং ক্লান্ত। বন্ধু দেখা করতে যেতে চাইল বসুন্ধরা সিটিতে। মেয়ে খুব কেয়ারিং! তার বিদ্রোহী উত্তর - "না জান তুমি এত কষ্ট করে জার্নি করে এসেছ। তুমি তো অনেক টায়ার্ড তাই না। তার চেয়ে আমিই তোমার বাসায় আসি।" বোঝা গেল বন্ধুর ও সায় আছে ব্যাপারটিতে। যেই কথা সেই কাজ। মেয়ে বন্ধুর বাসায়, কিছুক্ষন "একান্ত ব্যক্তিগত" সময় কাটানো। তারপর বিদায়।



সন্ধ্যায় বন্ধুকে জিজ্ঞেস করলাম - "আচ্ছা তুই কি এই মাইয়্যাটার ব্যাপারে সিরিয়াস?" তার উত্তর ছিল - "দোস্ত, সারাদিনে আর ফোন টোন দেই নাই।" আমি বললাম - "তাইলে?" তার উত্তর - "আমি কি করমু ক, ও ই তো বাসায় আইতে চাইল"।



বলে রাখা ভাল যে মেয়েটা এসেছিল সুদুর নারায়ণগঞ্জ থেকে। মনে প্রশ্ন জাগে, এতটা অসেচেন একটা মেয়ে কি করে হয়? অন্য কোন বিপদ ও তো ঘটতে পারত। চেনা নেই জানা নেই শুধুমাত্র ভার্চুয়াল পরিচয় থেকেই প্রথম দিনে সাক্ষাতে বিছানায় গিয়ে শেষ হয় যে সম্পর্ক সেটা কি আদৌ ভালবাসার সম্পর্ক অথবা স্রেফ জৈবিক চাহিদা মেটানোর তাড়না থেকে গড়া সম্পর্ক?



আমাদের অবিভাবকদের (মা-বাবা-বড় ভাই-বড় বোন)আরো সচেতন হওয়া উচিত। আদরের সন্তান/ভাই-বোন কোথায় যায় কি করে নিয়মিত সে সব খোজ খবর রাখা উচিত। ক্লাশের নাম দিয়ে বের হয়ে সে কি আদৌ ক্লাশ করছে কিনা জানা উচিত। আর অবশ্যই যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে চাতূর্যতার পরিচয় দেয়া উচিত।

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১০

বাংলার হাসান বলেছেন: এসব এখন ডাল ভাত,

আপনি জিগাতলা কই থাকেন? আমিও জিগাতলায় থাকি।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

একজন নিশাচর বলেছেন: হাসান ভাই। আমি জিগাতলায় থাকতাম আগে। এখন মিরপুরে থাকি।

আপনিও যে জিগাতলার বাসিন্দা সেটা কিছুক্ষন আগে আপনার পোস্ট থেকে জানলাম।

ফেস বুকে একজন নিশাচর নামে আছি। একটা Request দিলে খুশি হবয়। অথবা আপনার আপত্তি না থাকলে আপনার আইডির লিঙ্ক আমাকে দিতে পারেন।

আমি জিগাতলায় গেলে আপনাকে জানাব

ভাল থাকবেন।

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

ভুল্কিস বলেছেন: ফেইসবুক হইলো শয়তানের গোড়া-

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

একজন নিশাচর বলেছেন: ফেইসবুক হইলো শয়তানের গোড়া- সহমত

ধন্যবাদ ভুল্কিস আপনাকে।

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

মিজভী বাপ্পা বলেছেন: ওরা হচ্ছে বিবেক দংশিত নরপুরুষ :| :| :|

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

একজন নিশাচর বলেছেন: ঠিক বলেছেন। তবে এতে আমাদের অবিভাবকরাও দায় এড়াতে পারেন না।

ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

মনিহার বলেছেন: দোষ ফেসবুকের না, যে খারাপ হওয়ার, সে ফেসবুক না থাকলেও খারাপ হবে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

একজন নিশাচর বলেছেন: প্রযুক্তির ভাল দিক এবং খারাপ দিক একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা কোনটিকে গ্রহন করব সেটাই মুখ্য। দুঃখের বিষয় হল, আমরা বরাবরই খারাপ দিক গ্রহন করি।

ধন্যবাদ মনিহার আপনাকে।

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

বাংলার হাসান বলেছেন: ভাই আপনার নাম দিয়ে সার্স দিলাম দুইটা আইডি আছে, আমার ফেসবুক আইডি omi hasan আর আমার ব্লগেও আমার ফেসবুক লিংক দেয়া আছে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৪

সুলাইমান হাসান বলেছেন: মনিহার বলেছেন, যে খারাপ হওয়ার, সে ফেসবুক না থাকলেও খারাপ হবে। তার সাথে আমি পুরোপুরি একমত।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

একজন নিশাচর বলেছেন: @মনিহার।

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভুল্কিস বলেছেন: ফেইসবুক হইলো শয়তানের গোড়া-


ভাই সব কিছুরই ভালো মন্দ দুটি দিক থাকে এখন দেখার বিষয় হচ্ছে কে কোন দিক ব্যবহার করছেন। ইন্টারনেট না থাকলে কি বর্তমান পৃথিবী ভাবা যায় এখন এর মাধ্যমে অনেকে পর্ণ দেখছে টাই বলে কি ইন্টারনেট খারাপ হয়ে গেলো।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২

একজন নিশাচর বলেছেন: @ ভুল্কিস

৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

মুহাই বলেছেন: hate fb love blog .

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

একজন নিশাচর বলেছেন: সহমত।

৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

একজন আরমান বলেছেন:
১০ টাকার মরিচ কিনলেও শেষ হতে তিন দিন লাগে। আর যৌনতা এত সস্তা?

আজকাল তো তাই মনে হচ্ছে !

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

একজন নিশাচর বলেছেন: একদম বাস্তব উপলব্ধি থেকে এই লাইনটা লিখছি।

প্রেমের প্রতি ঘৃণা জন্মে গেছে এই সস্তা প্রেম দেখে।

১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

ভুল্কিস বলেছেন: কান্ডারী অথর্ব- আপনার সাথে একমত। :)

তারপরো--- কেমন যেনো হয়ে যাচ্ছি আমরা!!!

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭

একজন নিশাচর বলেছেন: @কান্ডারী অথর্ব

"বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ" কথাগুলোকে বড় বেশি সত্য বলে মনে হয় এখন।

১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯

রুদ্র মানব বলেছেন: দুনিয়াটা নষ্ট হইয়া যাইতাছে , আপচোচ :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:১২

একজন নিশাচর বলেছেন: রুদ্র মানব বলেছেন: দুনিয়াটা নষ্ট হইয়া যাইতাছে , আপচোচ :(
:(

১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

গ্রামের মানুষ বলেছেন:

শহরের মাইনসের টাইমের দাম বেশী। তাই আকাশ, বাতাস, চন্দ্র, তারার আলাপ বাদ দিয়া হেরা ডাইরেক্ট খানার টেবিলে বইস্যা যায়।

খাইতে আইছে দাওয়াত, ওয়াজ কইরা বা শুইন্না লাভ কি?? ভালু ভালু জাতি প্র্যাকটিক্যাল হইয়া যাইতেছে।

আরেক্টা কথা রমজানের সময় কাঁচা মরিচের দাম কিন্তু সোনা-রূপা ছাড়াইয়া হিরার দামের কাছাকাছি হয় ;););)

২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

একজন নিশাচর বলেছেন: গ্রামের মানুষ,

খাইতে আইছে দাওয়াত, ওয়াজ কইরা বা শুইন্না লাভ কি?- খাটি কথা। কিন্তু সমস্যা হচ্ছে, আগে মানুষ একজন আরেকজনকে দাওয়াত দিত আর এখন জোর করে একজন আরেকজনের কাছ থেকে দাওয়াত নেয়। সত্যিই জাতি প্র্যাক্টিক্যাল হয়ে গেছে।

আর কাচা মরিচের দাম যে রমজানে হীরার দামের কাছাকাছি হইয়া যায় এ কথা সত্য। কিন্তু কাচামরিচের দাম সিজন চেঞ্জ এর সাথে সাথে ভেরী করে। আফসোস- ঐ সকল ছেলে মেয়েদের চিন্তা ভাবনা সারা বছর একই থাকে।

১৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

পিচ্চি পোলা বলেছেন: বানোয়াট গল্প। মেয়েদের ইচ্ছাকৃতভাবে হেয় করার চেষ্টা। ইদানিং রসময় গুপ্ত সাহিত্যভান্ডার মনে হয় একটু বেশি পড়া হচ্ছে!! /:)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯

একজন নিশাচর বলেছেন: আপনার জন্য কষ্ট হচ্ছে আপনি এতটা অসেচতন রয়ে গেছেন দেখে। সচেতন হোন। নাহলে দেখবেন আপনার প্রিয়জনেরাও এমন ঘটনার মুখোমুখি হবেন।

আর রসময় গুপ্তের খোজ খবর দেখি ভালই রাখেন। আপনার বয়সে আমিও রাখতাম।

ধন্যবাদ।

১৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

লজিক মানুষ বলেছেন: ভাই জিবনে বেশ বিচিত্র ঘটনা দেখার সুজোগ পেয়েছি।

#১: আপনি নতুন একটা মেয়ে কে প্রেমের প্রস্তাব দিন, তাকে শ্রদ্ধা করুন। ৯৯.৯৫% সম্ভবনা আছে সেই মেয়ে আপনাকে ছেড়ে অন্য একটা পোলার সাথে ভাগছে।

২#: এইবার, আবার প্রেম করুন, প্রেমের পাশাপাশি একটু সেক্সের দিকেও প্রলোভন দেন। এইবার আগের ঘটনার ঠিক উল্টা টা ঘটবে।

মোট কথা হলো, ছেলেদের যেমন যৌনতা আছে, মেয়েদেরও তেমনই যৌনতা আছে। একথা ভুলে গেলে চলবে না।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

একজন নিশাচর বলেছেন: ভাই, বর্তমান প্রেক্ষাপটে যাকে বিয়ে করব তার ব্যাপারে আগে থেকে একটু আধটু বোঝাপড়ার দরকার কাছে। কিন্তু তাই বলে সেই বোঝাপড়াটা এতটাই দ্রুত হতে হবে?

আপনার কথার সাথেও আমিও একমত যে শ্রদ্ধার প্রেম এখন আর টিকে না বরং দিনের পর দিন টিকে থাকে নোংরা প্রেম। কিন্তু চিন্তা করুন তো এই নোংরা প্রেমের মূল আবেদনটা কোথায়? দেহে নাকি মনে?

ধন্যবাদ লজিক ভাই আপনাকে।

১৫| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: লজিক মানুষ বলেছেন: ভাই জিবনে বেশ বিচিত্র ঘটনা দেখার সুজোগ পেয়েছি।

#১: আপনি নতুন একটা মেয়ে কে প্রেমের প্রস্তাব দিন, তাকে শ্রদ্ধা করুন। ৯৯.৯৫% সম্ভবনা আছে সেই মেয়ে আপনাকে ছেড়ে অন্য একটা পোলার সাথে ভাগছে।

২#: এইবার, আবার প্রেম করুন, প্রেমের পাশাপাশি একটু সেক্সের দিকেও প্রলোভন দেন। এইবার আগের ঘটনার ঠিক উল্টা টা ঘটবে।

মোট কথা হলো, ছেলেদের যেমন যৌনতা আছে, মেয়েদেরও তেমনই যৌনতা আছে। একথা ভুলে গেলে চলবে না।




দাওয়াত রইলো

;) ;)

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

একজন নিশাচর বলেছেন: ভাই, বর্তমান প্রেক্ষাপটে যাকে বিয়ে করব তার ব্যাপারে আগে থেকে একটু আধটু বোঝাপড়ার দরকার কাছে। কিন্তু তাই বলে সেই বোঝাপড়াটা এতটাই দ্রুত হতে হবে?

আপনার কথার সাথেও আমিও একমত যে শ্রদ্ধার প্রেম এখন আর টিকে না বরং দিনের পর দিন টিকে থাকে নোংরা প্রেম। কিন্তু চিন্তা করুন তো এই নোংরা প্রেমের মূল আবেদনটা কোথায়? দেহে নাকি মনে?

রিয়াদ ভাই। ধন্যবাদ আপনার দাওয়াত এর জন্য। দাওয়াত গ্রহন করলাম। :)

১৬| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

এস.বি.আলী বলেছেন: দুনিয়াটা আসলেই আজব।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

একজন নিশাচর বলেছেন: এস.বি.আলী বলেছেন: দুনিয়াটা আসলেই আজব। - সহমত

মানুষ বোঝা দায়,
মানুষের এই দুনিয়ায়।।

১৭| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

তাসজিদ বলেছেন: অবৈধ সম্পরক যেন এখন বৈধ।

চারিদিকে নোংরামি।

আলো কোথায় ??????????????????????????????????????????????????????????????????????

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

একজন নিশাচর বলেছেন: বড় কঠিন প্রশ্ন করেছেন তাসজিদ ভাই।

এর উত্তর আমার জানা নেই।

১৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

লজিক মানুষ বলেছেন: এখনকার প্রেম মনের প্রেম না। দেহের প্রেম। চোখের সামনেই তো দেখছি। প্রেম-প্রেম খেলার নামে সেক্স-সেক্স খেলা চলছে। মেশিন দুর্বল তো আপনার কপালে পচাঁ আন্ডা ছাড়া আর কিছুই জুটবে না। আর মেশিন ঠিক তো প্রেম ঠিক।


যেখানেই যান, বৈধ্য ভাবে কিছু করতে যান, হবে না। একটু অবৈধ্যভাবে করেন.... অল ওকে।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

একজন নিশাচর বলেছেন: মেশিন দুর্বল তো আপনার কপালে পচাঁ আন্ডা ছাড়া আর কিছুই জুটবে না। আর মেশিন ঠিক তো প্রেম ঠিক। :D :D

১৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

লজিক মানুষ বলেছেন: ফজলে আজিজ রিয়াদ ভাই, কিসের দাওয়াত দিলেন? কিছুই তো বুঝলাম না। /:)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

একজন নিশাচর বলেছেন: রিয়াদ ভাই ওনার ব্লগে দাওয়াত দিছিলেন। :)

২০| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

রাইসুল নয়ন বলেছেন: ভালোবাসা আর কেরেস তেল এহন একই জিনিস এই জামানার পোলাপানের ধারে, আমরা প্রেমিকার এক কপি ছবি পাওয়ার আশায় শিক্ষালয়ের আশপাশের স্টুডিও তে কতো ঘুজ ঘুজ করতাম :)
আর এখন মেয়েরা রাতে বাবা-মাকে বয়ফ্রেণ্ডের দেয়া ঘুমের ট্যাবলেট খাওয়ায় আর নায়ক এসে ফজরের আগে ভাগে প্রস্থান করে,
এইয়ার কি কমেন্ট দিমু !!!
এর জন্যে দায়ী আমরা আমাদের সমাজ ব্যবস্থা ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

একজন নিশাচর বলেছেন: সহমত।

২১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

রাইসুল নয়ন বলেছেন: আর এই ঘটনার জন্যে কি শুধু মেয়েরাই দায়ী ??
আজকালকার ছেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে সেকেন্ড, থার্ড, ফরথ হ্যান্ড সব ধরণের মেয়েই তাদের কাছে রানী,
আর মেয়েরাও আছে বান্ধবির বয়ফ্রেন্ড রে জামা জাগাইয়া লোভ দেহায়, পুরো পৃথিবীটাই নষ্টের শেষ স্তরে।
আর যারা ভালো আছেন তাদের বলা হয় ভুদাই চো*া, আন স্মার্ট :(

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

একজন নিশাচর বলেছেন: মেয়েরা একা দায়ী নয় সেটা সত্য তবে দায়ভার এবং ভুক্তভোগীর কথা চিন্তা করলে দেখা যাবে এর জন্য অপেক্ষাকৃত মেয়েরাই বেশি দায়ী এবং তারাই বেশি ভুক্ত ভোগী।

আর যারা ভালো আছেন তাদের বলা হয় ভুদাই চো*া, আন স্মার্ট :(

২২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

মদন বলেছেন: নির্বাক

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

একজন নিশাচর বলেছেন: ভাই, আমি তো শুধু আমার চারপাশে ঘটা দু একটা ঘটনার উদাহরন দিলাম । চোখ কান খোলা রাখলে দেখবেন উপরের ঘটনা অহরহ ঘটছে আমাদের চারপাশে।

২৩| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

অপরিচিত অতিথি বলেছেন: facebook re vala pai na

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

একজন নিশাচর বলেছেন: ফেসবুক এর ভাল দিক কিন্তু অবশ্যই আছে। কিন্তু আফসোস আমরা ভাল দিক গুলো এড়িয়ে খারাপ দিক গুলোই গ্রহন করি। :(

আমি ফেসবুক ভালা পাই। :)

বন্ধু বান্ধব কে কোথায় আছে কি করছে এসব নিমিষেই জানা যায়।

২৪| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

অপরিচিত অতিথি বলেছেন: facebook re vala pai na

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

একজন নিশাচর বলেছেন: ফেসবুক এর ভাল দিক কিন্তু অবশ্যই আছে। কিন্তু আফসোস আমরা ভাল দিক গুলো এড়িয়ে খারাপ দিক গুলোই গ্রহন করি।

আমি ফেসবুক ভালা পাই।

বন্ধু বান্ধব কে কোথায় আছে কি করছে এসব নিমিষেই জানা যায়।

২৫| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: ১০ টাকার মরিচ কিনলেও শেষ হতে তিন দিন লাগে। আর যৌনতা এত সস্তা?

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

একজন নিশাচর বলেছেন: নেক্সাস বলেছেন: ১০ টাকার মরিচ কিনলেও শেষ হতে তিন দিন লাগে। আর যৌনতা এত সস্তা? :(

এখনকার পরিস্থিতি দেখে আমারা তাই মনে হয় দেশী।

ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

আমার ব্লগে আপনি সদা আমন্ত্রিত।

২৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

গ্রামের মানুষ বলেছেন:
খিশ খিশ খিশ খিশ (আপনার জবাবের পরিপ্রেক্ষিতে অচলিল হাসি দিলাম)। বলার আর কিচ্ছু নাই..... বলার কোন জায়গাও নাই!!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

একজন নিশাচর বলেছেন: :( :(

২৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

জাওয়াদ তাহমিদ বলেছেন:
যৌনতা যৌনতা যৌনতা !!!

এইটাই এখন জীবনের মূলমন্ত্র।

X( X( X(

এইটা ছাড়া এখন দুইন্যায় আর কিছুই নাই।

প্রেম ভালবাসা সব মিথ্যা মিথ্যা। :( :( :(

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

একজন নিশাচর বলেছেন: ঠিক বলেছেন তাহমিদ ভাই।

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: মেশিন ঠিক তো প্রেম ঠিক

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

একজন নিশাচর বলেছেন: B:-)

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

নতুন বলেছেন: ভাবতে ভালই লাগে... বিশ্বের সাথে তাল মিলাইয়া দেশ আগাইয়া যাইতাছে...

:-< :-< :-< :-< :-<

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

একজন নিশাচর বলেছেন: আমরা যতই মনে করি যে আমরা এগিয়ে যাচ্ছি, আসলে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। দৈহিক মিলন কে সহজ থেকে সহজতর করছি।

আশঙ্কাজনক :(

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

ফালতু বালক বলেছেন: no comment:-(

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

একজন নিশাচর বলেছেন: :(

৩১| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১০ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪০

একজন নিশাচর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.