নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

মহাজোট সরকারের মন্ত্রী, এমপিদের বানী চিরন্তনী।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬





বর্তমান মহাজোট সরকারের মন্ত্রী, এমপিদের বিভিন্ন সময়ে ও প্রেক্ষাপটে দেয়া বানী চিরন্তনী সমগ্র (নিয়মিত আপডেট হবে)।



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতঃ



✗ “ব্যাংকিং খাতে পৃথিবীজুড়ে জালিয়াতি হয়, নানা 'দুষ্টুমিও' হয়। বাংলাদেশেও হয়েছে। তবে এটা ভয়ঙ্কর কিছু নয়। দুষ্ট প্রতিষ্ঠান হলমার্ক জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হৈচৈ শুরু করেছেন। তাদের চরিত্রই হৈচৈ করা। যারা এ চিৎকার-চেঁচামেচি করেন তারা দেশের মঙ্গল চান না, তারা দেশের শত্রু।“

✗ 'চার হাজার কোটি টাকা তেমন বেশি নয়'।

✗ “শেয়ারবাজারও হলমার্কের মতো 'দুষ্ট'”

✗ 'শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের হাত সরকারের চেয়েও লম্বা'

✗ 'ড. ইউনূস দেশের একমাত্র সমস্যা'

✗ 'এক দিন বাজারে কম যান'

✗ 'আমি আর মন্ত্রী হতে চাই না, তবে এমপি হব',

✗ 'অবসরে আমি অর্থনৈতিক রিপোর্টারদের প্রশিক্ষক হতে চাই, আমার অতিকথনে সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীরা দোষেন, এটা রাবিশ, তারা এখন আমাকে বিট করেছেন।'



বোনাসঃ 'রাবিশ', 'বোগাস', 'ননসেন্স' ‘দুষ্টু’ শব্দগুলো অর্থমন্ত্রীর ট্রেড মার্ক করা শব্দ বলেও জনমনে প্রচলিত।



☃ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরঃ



✗ 'বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়।'

✗ 'পুলিশ কি আঙ্গুল চুষবে?'

✗ 'সাহারা খাতুন পঁচাত্তরের পরে সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী',

✗ 'বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে প্রতি ঘরে ঘরে নিরাপত্তাবাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।'

✗ 'দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় আছে'



বোনাসঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে পরে নিজের বক্তব্য প্রত্যাহারও করেন তিনি।



সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনঃ



✗ “কারো বেড রুমের পাহারা দেয়া সম্ভব নয়”

✗ 'ঈদে বাসায় তালা লাগিয়ে যাবেন'।

✗ 'স্বাধীনতার ৪০ বছরের মধ্যে বর্তমানে আইনশৃঙ্খলা সবচেয়ে ভালো',

✗ 'ফেলানী ভারতের নাগরিক, তার পরও বাংলাদেশ তার জন্য অনেক কিছু করেছে',

✗ 'পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে',

✗ '৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের খুঁজে বের করা হবে'

✗ 'ছাত্রলীগের মধ্যে ছাত্রশিবির ঢুকে সারা দেশে দলীয় কোন্দল সৃষ্টি করছে'

✗'যারা বাসাবাড়িতে বা দোকান বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদের ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে'

✗ 'গত সাড়ে তিন বছরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কাজে ব্যর্থ হয়নি'



সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খানঃ



✗ 'রাস্তাঘাটের কিছু দুরবস্থা ছাড়া দেশে আর কোনো সমস্যা নেই'।

✗ 'কম খান, সব ঠিক হয়ে যাবে'

✗ 'খাবারের প্রতি লালসা কমান, তাহলে ব্যবসায়ীরা উচিত শিক্ষা পাবেন',

✗'আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত'-



নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানঃ



✗ 'গরু-ছাগল চিনতে পারলে লাইসেন্স'

✗ 'প্রধানমন্ত্রীর অভিজ্ঞ ড্রাইভারও ক্লাস ফাইভ পাস',

✗ 'চালকরা সিগন্যাল চেনে, গরু-ছাগল চেনে, ভেড়া-মহিষ-মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেওয়া যায়'।

✗ 'জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষক হতে পারেন তবে আমিও স্বাধীনতার ঘোষক'

✗ 'আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মদ-জুয়া হারাম করেছিলেন'

✗ 'এনকাউন্টারে সন্ত্রাসী নিহত হলে মানবাধিকার লঙ্ঘিত হয় না'।

✗ 'হারামজাদা, চোখ তুলে নেব' (আরটিভির অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে উদ্দেশ করে)



সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তঃ



✗ 'রেলের লোকসানের পেছনের কালো বিড়ালকে খুঁজে বের করব।'

✗ “কালো বিড়াল খুঁজতে গিয়ে আমাকেই খামচে দিয়েছে”

✗ 'বাঘে ধরলে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না'।



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীঃ



✗ 'আওয়ামী সরকার চালের দাম কমিয়েছে'

✗ 'আপনারা ফতোয়া দেন নারী নেতৃত্ব হারাম আর বেগম জিয়ার পাশে বসলে খালি আরাম আর আরাম'।

✗ 'বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণে বাধ্য করা হবে।'



স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামঃ



✗ 'হোয়াইট ওয়াইন স্যান্ডউইচ খেলে নোবেল পাওয়া যায়'

✗ “এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়।" (সীমান্তে হত্যা প্রসঙ্গে)



পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনঃ



✗ 'আওয়ামী লীগ ছাড়া অন্য কারও চাকরি হবে না'

✗ 'সব বাঁধেই ক্ষতি হয়, তবে টিপাইমুখে ক্ষতি হবে কি না ভারতের কাছে জানতে হবে'।

✗ 'বাঁধ নির্মাণের পর কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয় তা দেখে সরকার ব্যবস্থা নেবে'।



পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিঃ



✗ ' 'তিস্তা চুক্তি সই নিয়ে দেড়-দুই বছরে এত হতাশ হয়ে পড়ার কী আছে! চুক্তি সইয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে দিনক্ষণ বলাটা সম্ভব নয়। কারণ আমি গণক নই।'

✗ 'আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধী কিংবা যুদ্ধাপরাধী নেই'

✗ 'কোনও কোনও ইস্যুতে কিছু ছাড় দিলে দেশপ্রেম কমে না। বরং এর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়।' (ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন প্রসঙ্গে)

✗ “সীমান্তে সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে দুই দেশের সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এজন্য সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে।”

✗ 'ভারত আমাদের পরীক্ষিত বন্ধু'

✗ 'বন্যার ক্ষয়ক্ষতি কমাতেই টিপাই বাঁধ দিচ্ছে ভারত'

✗ 'তত্ত্বাবধায়ক ছাড়াও নিরপেক্ষ নির্বাচন সম্ভব'



বোনাসঃ বিদেশ সফরে রেকর্ড সৃষ্টি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি (এখন পর্যন্ট ৬৮ বার। দেশের বাহিরে ছিলেন প্রায় ১৮০ দিন)



সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনঃ



✗ "পদ্মা সেতু নির্মাণে কোন ধরনের দুর্নীতি হয়নি।"

✗ "উইকিলিকসের তথ্য ভুল"

✗ "আমি পরীক্ষিত, দুদক থেকে আমার সার্টিফিকেট আছে"

✗ "সমস্যা কী? আমি সৎ, স্বচ্ছ ও পবিত্র মানুষ। আল্লাহর নজরদারিতেও তো রয়েছি।"

✗ "বিশ্বব্যাংক একদিন লজ্জিত হবে"



(তথ্যসুত্রঃ ১. বাংলাদেশ প্রতিদিন ও ২. অন্যান্য পত্রিকা)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

একজন নিশাচর বলেছেন: :-B =p~ =p~ :P

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমিওওওও একটু দুষ্টামী করবার চাই -- কেউ কি এই দুষ্টামির সুযোগ করি দিবে :D :D :D :D :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

একজন নিশাচর বলেছেন: ভাই, আপনি একটু দুষ্টুমি করার সুযোগ পাইলে আমাদেরকেও জানিয়েন। আমরাও একটু দুষ্টুমির ট্রাই করতে পারতাম তাইলে।

:P :P

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

সিরাজুলইসলাম বলেছেন: হাসিনা বলছেন আবুল হোসেন একজন দেশপ্রেমিক এইটা কি ভূইলাগেলেন নাকি ? শাজাহান যে বললো শেখ মুজিব বাংলাদেশে মদ-জুয়া হারাম করেছে, এইটা বইলা জুতার ঢিল খাইল তাও তো লেখেন নাই !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ সিরাজুল ইসলাম ভাই।

মাননীয় প্রধানমন্ত্রীর কোন মন্তব্য এখানে ইচ্ছে করেই দেই নি। তবে শাহজাহান খান এর মন্তব্য টি যোগ করে দিচ্ছি।

ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

একজন নিশাচর বলেছেন: সিরাজুল ভাই,
আমি শুধু কে কি মন্তব্য করেছেন সেটা লিখেছি (ক্ষেত্রবিশেষ প্রেক্ষাপট) কিন্তু পরবর্তীতে ঐ বক্তব্যের জন্য কে কি রকম রিয়েকশন পেয়েছেন সেটা উল্লেখ করি নি। সেটা করতে গেলে এই পোস্ট মহা কাব্য বা মহা গ্রন্থ হয়ে যাবে।

ধন্যবাদ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
সেইরাম অচাম সংগ্রহ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই। :)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

সিরাজুলইসলাম বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর কথা লেখতে ভয় লাগারই কথা ঠিক আছে মেনে নিলাম। ধন্যবাদ আপনাকেও

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

একজন নিশাচর বলেছেন: ওনাকে তর্কের উর্ধে রাখলাম :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রাইসুল নয়ন বলেছেন: ব্যফুক বিনোদন ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

একজন নিশাচর বলেছেন: :)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

িনহাজ রিমন বলেছেন: এই পোস্ট প্রিয়তে না নিলে গজব হইয়া যাইব... ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ রিমন ভাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

বাংলার হাসান বলেছেন: পুরাই অস্থির।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫০

আশিক মাসুম বলেছেন: :) প্রিয়তে রাখলাম :P =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। :)

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৫

কাজী মামুনহোসেন বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

একজন নিশাচর বলেছেন: :-B =p~

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৫

ভবঘুরের ঠিকানা বলেছেন: ছাগল গুলার জন্য একটা খোঁয়াড় বরাদ্দ করা হোক ।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

একজন নিশাচর বলেছেন: বলেছেন: ছাগল গুলার জন্য একটা খোঁয়াড় বরাদ্দ করা হোক ।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬

ভবঘুরের ঠিকানা বলেছেন: ছাগল গুলার জন্য একটা খোঁয়াড় বরাদ্দ করা হোক ।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১১

একজন আরমান বলেছেন:
পোস্ট প্রিয়তে।

চার হাজার কোটি টাকা তেমন বেশি নয়'
ভাই আমারে ১ কোটি টাকা দেন না। :P :P :P
রাবিশ ;) ;) :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮

একজন নিশাচর বলেছেন: তুমি কিছু পাইলে আমারেও একটু শেয়ার দিও। :P

(ইহা ননসেন্স টাইপ আবদার) ;)

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২

একজন আরমান বলেছেন:
আরে না পুরা সেন্স টাইপের আবদার। আমি যদি এক কোটি পাই তাইলে আপনারে ২৫ লাখ দিমু আর নয়ন ভাইরে ২৫ লাখ। বাকী পঞ্চাশ কিন্তু আমার। ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

একজন নিশাচর বলেছেন: আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুন। আমীন। :)

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রধান মন্ত্রীর কোন বক্তব্য নাই .সর্প হইয়া দংশন কর ওঝা হয়ে ঝাড়..কিংবা ...

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

একজন নিশাচর বলেছেন: সেলিম ভাই,

সর্প হইয়া দংশন কর ওঝা হয়ে ঝাড়..কিংবা ... আবুল হোসেন একজন দেশ প্রেমিক। ;) :P

১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

ব্লগার রানা বলেছেন: বাণী সমূহের সংকলক হিসেবে আপনার কথা বাংলার মানুষ আজীবন মনে রাখবে :-0

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

একজন নিশাচর বলেছেন: হা হা । রানা ভাই। হাসালেন।

একটু মজা করলাম আর কি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.