নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

দ্বৈতনীতিঃ সাংবাদিক নাদিয়া হামলার শিকার হলে আপনি গর্জে উঠেন আর সাংবাদিক অপর্না সিংহ হামলার শিকার হলে আপনি চুপ থাকেন

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

খবর ১ (পরিবর্তন.কম)◆

গত ৬ই মার্চ ২০১৩ লংমার্চে অংশগ্রহণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে কয়েকজন সাংবাদিককে ধাওয়া এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।



খবর ২ (দৈনিক জনকণ্ঠ)◆

গত ৩রা জানুয়ারী ২০১২ মঙ্গলবার শেওড়াপাড়ায় মনিপুর স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের খবর সংগ্রহ করতে গিয়ে মিরপুরে সরকারদলীয় এমপি কামাল আহমেদ মজুমদারের হাতে প্রহূত ও লাঞ্ছিত হয়েছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির দুই রিপোর্টার ও এক ক্যামেরাম্যান। এঁরা হলেন রিপোর্টার অর্পণা সিংহ ও শাহীন এবং ক্যামেরাম্যান সাঈদ।



আশ্চর্যের ব্যাপার হল, ২ নং খবরটি দৈনিক কালেরকন্ঠ পত্রিকাটি বেশ ঘটা করে প্রথম পাতায় "কামাল মজুমদারের হাতে লাঞ্ছিত সংবাদকর্মীরা" শিরোনামে ছেপেছিল। কিন্তু কোন এক আশ্চর্য কারণে তারা তাদের নিউজটি সরিয়ে ফেলেছে। গুগল ক্যাশ থেকে অনেক চেষ্টা করেও আমি সংবাদটি পুনরুদ্ধার করতে পারি নি। (কেউ পারলে দয়া করে কমেন্টে শেয়ার করুন)



স্ক্রিনশটঃ



(বড় করে দেখুন)



কে কে ২০১২ সালের ৩রা জানুয়ারী সরকারী দলের এমপির দ্বারা প্রহূত ও লাঞ্ছিত হওয়া সাংবাদিক অর্পণা সিংহ (এখানে শুধু দুই নারীকে তুলনা করার জন্য অপর্না সিংহ এর নাম উল্লেখ করা হল) এর জন্য প্রতিবাদ করেছিলেন?



যদি না করে থাকেন তবে কেন করেন নি? অপর্না সিংহ সরকার দলীয় এমপির দ্বারা প্রহূত হয়েছিলেন বলে?



নাকি আরো একধাপ এগিয়ে যদি বলি - অর্পনা সিংহ সংখ্যা লঘু বলে আপনি প্রতিবাদ করেন নি? আর নাদিয়া শারমীন সংখ্যা লঘু নন বলে আপনি তীব্র প্রতিবাদ করেছেন? নাকি দলীয় প্রোপাগান্ডা বাস্তবায়নে নেমেছেন আপনি?



সাংবাদিক প্রহূত কিংবা লাঞ্ছিত হয়েছেন এটা অবশ্যই চরম ন্যাক্কারজনক একটি ঘটনা, সেটা যে দল বা গোষ্ঠীই করুক না কেন। কিন্তু সুশীলরা (পড়ুন চুচীল) কেন একটি ঘটনা এড়িয়ে গিয়ে আরেকটি ঘটনা নিয়ে উঠে পড়ে লাগবেন? কেন প্রতিবাদের কণ্ঠস্বর দুজনের জন্যই সমান নয়? দলীয় তকমা গায়ে চড়িয়ে কেন এত গলাবাজি?



আমাদের সামুতেও সে বছর ২২ শে মার্চ মনিপুরে সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছিলেন ব্লগার ফাহমিদা শিল্পী। আফসোস! সেই পোস্ট এর কমেন্টে তখন কোন সুশীল কে খুঁজে পাওয়া যায় নি। আদতে কেউ সেখানে কমেন্টই করেন নি! সেই পোস্ট এড়িয়ে গেছে সব সুশীলদের (চুচীলদের) চোখ! দলকানা চোখ!





সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভাল কাটুক আগামীর প্রতিটি দিন।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

সত্যযুগের মানুষ বলেছেন: Apnii ba ei post ta eto rate dilen keno?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

একজন নিশাচর বলেছেন: দরকার হলে আবার দেয়া হবে। মুখোশ খুলে দিন সবার। কে কে কি বলে খেয়াল করুন।

ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

মোহাম্মদ হারুন বলেছেন: শাক দিয়ে মাছে ঢাকার চেষ্টা।


যে হোক, কামাল হোক , জামাল হোক,
অন্যায় ভাবে বিশেষ করে নীরহ মহীলাদের উপর হামলা কোন অবস্থায় সর্তন যোগ্য হতে পারে না।

আপনি হয়তো চেষ্টা করতে চেয়েছেন কামাল মজুমদারের অপকর্ম দিয়ে হেফাজত ইসলামের অপকর্ম ঢাকা দিবেন।



একজন দেশ প্রেমিক হতে চেষ্টা করুন, দল প্রেমিক নয়।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

একজন নিশাচর বলেছেন: দুঃখিত হারুন ভাই। আপনি ভুল বুঝেছেন।

অপরাধ যেই করুক সে অপরাধীই। বিএনপি-আ'লীগ-জামায়াত-হেফাজত বুঝি না। কিন্তু আশ্চর্যের ব্যাপার আমাদের বুদ্ধি বেশ্যারা সব দলীয় চাদরে ঢাকা।

সবারই দলীয় আদর্শ থাকবে। আপনার আছে, আছে আমারও। তবে সেটা যেন অন্ধ আদর্শ নয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

আমিনুর রহমান বলেছেন:

দুঃখজনক। সবচেয়ে মজার কথা হল সাগর-রুনি মরলো সাংবাদিক রা ২/৩ মানববন্ধন আর মিটিং-মিছিলেই শেষ অথচ আগামীকাল প্রেস ক্লাবের সামনে মাহমুদুর রহমানের জন্য অনশনের ডাক দিয়েছে ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

একজন নিশাচর বলেছেন: বড়ই আজব দেশ রে আমিন ভাই।

"এখানে বিড়ালের ছানারা দিতে চায় হুঙ্কার বাঘের মত" কোন কবিতায় যেন পড়েছিলাম।

সাগর রুনির মিটিং মিছিল মানব বন্ধনে হয় হামলা আর মাহামুদুর রহমান এর জন্য ডাকে অনশন! সবই আজব।

ধন্যবাদ আমিন ভাই।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

আতাউররহমান১২০০৭ বলেছেন: আক্রমন টা হেফাজতের কেউ করেনি। করেছে কিছু বহিরাগত সন্ত্রাসী । একুশে টিভির বহিষ্কৃত সাংবাদিক অঞ্জন রায়ের পরিকল্পনায় এটি ঘটানো হয়। তারপর ও হেফাজতে ইসলাম এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। আর কি দরকার এটাকে নিয়া ত্যানা পেঁচানোর ?

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

একজন নিশাচর বলেছেন: দুঃখিত আতাউর ভাই।

আপনার কথার গ্রহনযোগ্য কোন সূত্র নেই। আপনার কাছে থাকলে দয়া করে শেয়ার করবেন।

ভাল থাকুন।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

নববর্ষের শুভেচ্ছা। ভাল কাটুক আগামীর প্রতিটি দিন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

একজন নিশাচর বলেছেন: আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী ভাই।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৫

দূর আকাশের নীল তারা বলেছেন: হেফাজত ইসলামের নাম নিয়ে নারী পেটায়। এটাই তাদের রীতি। কিন্তু ইসলাম কি নারী পেটান সমর্থন করে? না, করে না। ইসলামের নাম নিয়ে ভন্ডামী বন্ধ হওয়া দরকার।

অন্যদিকে দুনীর্তিও সমর্থন করি না। কিন্তু দুনীর্তিুমক্ত কোন দলই নয় - না আ. লীগ না বিএনপি।

আমার মনে হয় দুটি ঘটনায় নারী সম্পৃক্তি থাকলেও দুটি ঘটনার প্রেক্ষাপট একই নয়।
আবার যদি বলি, সাংবাদিকদের পেটানো যাবে না, তাহলেও হয় না। কারণ এই সাংবাদিকরাই কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাঈদীর পক্ষে প্রতিবাদ বলে ছাপিয়েছিল। আসলে কোন কিছুই পুরোপুরি সাদা কিংবা কালো নয়।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

একজন নিশাচর বলেছেন: সাংবাদিকরাই কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাঈদীর পক্ষে প্রতিবাদ বলে ছাপিয়েছিল এটাকেও আপনি সাংবাদিকতা বলেন? আমিতো একে অপসাংবাদিকতা বলি।

আসলে কোন কিছুই পুরোপুরি সাদা কিংবা কালো নয়। - সহমত।

নববর্ষের শুভেচ্ছা।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৯

দূর আকাশের নীল তারা বলেছেন: সাংবাদিকরাই কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাঈদীর পক্ষে প্রতিবাদ বলে ছাপিয়েছিল - আমি এটাকে অপসাংবাদিকতাই বলতে চেয়েছি।
ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২

একজন নিশাচর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

সত্যযুগের মানুষ বলেছেন: আপনিও আবার হারুনের মন্তব্যের জবাব দিতে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.