নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

একজন নিশাচর

‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’ --জহির রায়হান

একজন নিশাচর › বিস্তারিত পোস্টঃ

৪০৮ ঘণ্টা পরে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেন সেলাই দিদিমনি রেশমা!

১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫





এই মাত্র (বিকাল ৪টা ২৬ মিনিটে) সাভারে রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে রেশমা নামের একজনকে। তাকে সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সে করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।



এর আগে দক্ষিণ কোরিয়ায় স্যামপোং ডিপার্টমেন্টাল স্টোর ধসের ১৭ দিন পর পার্ক সেউং হায়ুন নামে ১৭ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছিল। ১৯৯৫ সালের ওই ঘটনায় মারা যায় ৫০২ জন।



উদ্ধারের সময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রাজ্জাক কোনো খাবার বা পানি আছে, খেয়েছে কি না জানতে চাইলে রেশমা জানান, মেঝে পড়ে থাকা পানি ও তার সহকর্মীদের ফেলে যাওয়া খাবারে ১৫ দিন পর্যন্ত চলেছেন। তবে গত দু’দিন তিনি অভুক্ত অবস্থায় আছেন।



উদ্ধারকর্মী মিরাজ বলেন - "তাকে বেসমেন্টে থাকা মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে।" সাংবাদিক এর প্রশ্নের জবাবে তিনি বলেন - "সেখানে পর্যাক্ত পানি ছিল। তিনি (রেশমা) হয়ত সেই পানি পান করেই বেঁচে ছিলেন"। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন - "সেখানে আরো দুজনের লাশ পাওয়া গেছে তবে জীবিত আর কাউকে পাওয়া যায় নি"



127 Hours মুভিটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের? "১২৭ ঘন্টা" মুভিটিতে পর্বতারোহী Aron Ralston পাহাড়ের মধ্যে আটকা পড়েছিলেন ১২৭ ঘন্টার জন্য। নিজের আটকে পরা হাত কেটে বেড়িয়ে আসেন তিনি। বাঁচার আকুলতা কতটা প্রবল হতে পারে তার কিছুটা নমুনা দেখতে পাবেন সত্য ঘটনা নিয়ে নির্মিত এই মুভিতে। আর আমাদের সাভারে রানা প্লাজা ধ্বসের ১৭ দিন (৪০৮ ঘন্টা) পরে জীবিত উদ্ধার হলেন সেলাই দিদিমনি রেশমা। ৪০৮ ঘন্টা! এও সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব।





[ছবি পরিচিতিঃ বামে Aron Ralston ও ডানে Aron Ralston এর নাম ভূমিকায় অভিনয় করা James Franco]



সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের রেশমাকেও নিয়েও মুভি হবে। SURVIVAL OF THE FITTEST অনুষ্ঠানে রেশমার সাক্ষাৎকার হবে। আর সেইসব মুভি-সাক্ষাৎকার আমাদের বারে বারে মনে করিয়ে দেবে সাভার ট্রাজেডির ভয়াবহতার কথা, ৯০০ পেরোনো লাশের কথা।



উল্লেখ্য ধসের সময় রেশমা দ্বিতীয় তলায় ছিলেন, যেখানে বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকান ছিল।



ব্লগার েমাঃ_হাসান_আিরফ এর ব্লগ থেকে পাওয়া উদ্ধার হওয়া রেশমার কয়েকটি ছবিঃ













গত ২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৪।



আমরা রেশমার আশু সুস্থতা কামনা করছি।



তথ্যসূত্রঃ

১. টেলিভিশন

২. বিডিনিউজ২৪.কম

৩. প্রথম আলো





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ভিতরে রেশমার অনেক ছবি আছে

Click This Link

১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ আরিফ ভাই।

২| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৫০

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
শুনতে পেলাম রেশমার বাড়ি নাকি মাদারিপুর।
আপনি কি কিছু জানেন? কোন উপজেলায়?

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

একজন নিশাচর বলেছেন: ভাই, এই ব্যাপারে এখনো কিছু জানি না। তবে জানা মাত্র আপডেট দেব ইনশাআল্লাহ।

৩| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বোকামন বলেছেন:




আমিন

শোকরান মোবারাকান তায়্যিবান ফি হায়াতি

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

একজন নিশাচর বলেছেন: বোকামন বলেছেন:




আমিন

শোকরান মোবারাকান তায়্যিবান ফি হায়াতি

৪| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

লিংকন১১৫ বলেছেন: হুম

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

একজন নিশাচর বলেছেন: রাখে আল্লাহ মারে কে।

৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

বাংলার হাসান বলেছেন: ++++++++

১১ ই মে, ২০১৩ রাত ১১:২০

একজন নিশাচর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

রহস্যময়ী কন্যা বলেছেন: :) :)

১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭

একজন নিশাচর বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.