![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অক্সফোর্ড ডিকশনারী খুঁজলে দেখতে পাবেন বলা আছে-মধ্য আমেরিকা ও দক্ষিন আমেরিকার স্প্যানিশ ও পর্তূগীজ ভাষী দেশ সমূহকেই লাতিন আমেরিকা বলে।
বুঝা যাচ্ছে শুধু দক্ষিন আমেরিকাই লাতিন আমেরিকা নয়।শুধু দক্ষিন আমেরিকাকে লাতিন আমেরিকা ধরলে মেক্সিকো থেকে পানামা পর্যান্ত বিশাল ভূখন্ড হিসাবের বাইরে থেকে যায়।
আধুনিক ল্যাটিন আমেরিকা মার্কিন যুক্তরস্ট্রের সীমান্তের রিয়ো গ্রান্ডে নামক নদী থেকে শুরু করে সাত হাজার মাইল দক্ষিনে কেপহর্ণ(শিং অন্তরীপ)পর্যান্ত বিস্তৃত এক বিশাল ভূ-ভাগ এবং এক কথায় প্রায় দেড়টি মহাদেশ।
রাজনৈতিক বিভাজনের দিক থেকে এখানে আঠারটি স্পেনিশ/হিসপানিক ভাষা-ভাষী দেশ আছে।আছে ফরাসী ভাষী হাইতি,পাঁচটি ইংরেজী ভাষী ক্যারিবীয় দ্বীপরাস্ট্র ও পর্তূগীজ ভাষী ব্রাজিল।
সব মিলিয়ে এর আয়তন আশি লক্ষ বর্গমাইল এবং লোকসংখ্যা মাত্র ছত্রিশ/সাইত্রিশ কোটির মতো(অনুমান করুন এক ভারতেই আছে একশ কোটির বেশী মানুষ)।পৃথিবীর মোট ভূখন্ডের উনিশ শতাংশ এই দেশ গুলির অধীনে কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র সাত শতাংশের মতো মানুষ এখানে বাস করে।
স্পেন,পর্তূগালের বিজয় অভিযানের বহু পূর্বেই এই অঞ্চলে উন্নত প্রাচীন সব্যতা গড়ে উঠেছিল- মায়া, আজটেক ও ইনকা।
(সংকলিত)
©somewhere in net ltd.