![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১নং গল্প -
মন্ত্রী মহোদয় পাঠালেন তাঁর বাহিনীকে।বললেন, “যা ব্যাটা ভ্যাট আদায় করে নিয়ে আয়।”
তাথাস্তু বলে সাগরেদ বাহিনী মাঠে নামলেন।সমস্যা হলো এটাতো ভিক্ষা নয় যে হাত পাতলেই দয়াপরশ হয়ে যে কেউ দিয়ে দিবে।তো ওনারা করলেন কি সাইবোর্ড দেখে ভ্যাট আরোপ করতে লাগলেন।সামনে বিশাল একটা সাইবোর্ড দেখলেন।তাতে লিখা- ‘.... প্রাইভেট বিশ্ববিদ্যালয়’।অার যায় কোথায়! নামের শেষে যেহেতু ভেট আছে তাই ওনারা ভাবলেন এটা নিরাপদ।ব্যাটারা অবশ্যই ট্যা ফো করবেনা।দিলেন বসিয়ে ভ্যাট।এবার এগুবার পালা ... আরেকটু এগিয়ে দেখলেন ‘.... পাবলিক বিশ্ববিদ্যালয়’।বাহিনী একটু ভাবতে লাগলেন এটাতে কি ভ্যাট বসানো যায়? শেষে আলোচনা শেষে সিদ্ধান্ত নিলেন যেহেতু নামের শ্যাষে লিক আছে হতেপারে ওটা লীগের সাথে সম্পর্কযুক্ত।তাই শেষ ম্যাশ ওটাকে বাদ রাখলেন।
২নং গল্প -
এটা ঠিক গল্প নয়।একটি খেলা। ছোট বেলায় আমরা অনেকেই খেলেছি।ঐ যে একজনের কানে কানে কিছু বলে দেয়া, সেখান থেকে আরেক জনের কানে.... তারপর আরেকজনের কানে....এভাবে শেষে আবার প্রথম জনের কাছে ফিরে আসে কথাটি।অধিকাংশ সময় দেখা যায় মূল কথাটি হারিয়ে গেছে আর নতুন কিছু ফিরে এসেছে।এটা নিয়ে হতো তুমুল হাসাহাসি।যেমন ধরুন- আপনি বলেছেন হিপোপোটোমাস.... সেটা জনাদশেকের কানঘুরে আপনার কাছে যখন আসল তখন হয়েগেল তিনপোয়া পুটিমাছ !!! হাহাহা।
পুনশ্চ :
ভ্যাট/কর আদায় বড় কথা নয়, কথাটা হলো এরকম বিশাল তরুন সমাজের একটি উল্লেখযোগ্য অংশের কাছে সরকারের ম্যাসেজটা কিভাবে পৌচাচ্ছে।সেটা ভেবেদেখতে হবে।শুধু হেসে উড়িয়ে দেয়া যাচ্ছেনা বিষয়টি।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩
কাজী মাহমুদ রুম্মান বলেছেন: চিন্তাভাবনায় আছে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
ফাহাদ মুরতাযা বলেছেন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"
উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?
উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?
উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।
-ড. সাকিল আল মামুন।
১. সরকার কোনদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা এর শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দেবে না জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আর এটা ভোরের কাগজের লিঙ্ক।
এতো গেল ‘রাজপুত্রের’ কথা, আর চেতনাবাদী মিডিয়া, তার অবস্থান কি?
শাহবাগে চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।
কোথায় আজ মুন্নি সাহা?
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার?
কোথায় আজ নবনিতার টকশো?কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া । যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।
থু থু থু
বিশেষ দ্রষ্টব্যঃ ‘চেতনাবাদীদের’ কমেন্ট ........
চটি পিয়াল ও তাঁর অনুসারীদের কমেন্ট-
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
আমি আবুলের বাপ বলেছেন: শেষে সিদ্ধান্ত নিলেন যেহেতু নামের শ্যাষে লিক আছে হতেপারে ওটা লীগের সাথে সম্পর্কযুক্ত।তাই শেষ ম্যাশ ওটাকে বাদ রাখলেন।
এজন্যইতো সামু লীগ বানাইছি। সামু লীগে যোগদান করে নিরাপদে থাকুন।
সামু লীগের সালাম ,সব পোষ্টে দিলাম