নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত মত তত পথ

কাজী মাহমুদ রুম্মান

১২৩৪৫৬

কাজী মাহমুদ রুম্মান › বিস্তারিত পোস্টঃ

মুষল/মৌষলকাল চাইনা :

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১


মহাভারতের ষোড়শ পর্বের নাম মুষল বা মৌষল পর্ব।বলা চলে এখানেই যেন মহাভারতে ধ্বংস লীলার ষোলকলা পূর্ন হয়েছে।মুষল ‍রূপ মুদগর(মুগুর) এর আঘাত সমগ্র যাদবকূল সবংশে নিহত হল।বাইরের শত্রুদের দ্বারা কিন্তু এটা হয়নি।এরা নিজেরাই পরস্পরের মধ্যে মারামারতে লিপ্ত হয়েছিল।নিজের চোখের সামনেই পুত্র প্রদ্যুম্ন আর সত্যকিক নিহত হতে দেখলেন ভগবান কৃষ্ণ।এরপর ?কৃষ্ণ নিজেই একমুষ্ঠি এড়কা/এরকা(একপ্রকার কাশ জাতীয় তৃনগুচ্ছ) নিয়ে হত্যালীলায় নামলেন।মায়াবলে বা শাপবলে সব এড়কাই বজ্রকঠিন মুষলে পরিনত হল।কৃষ্ণ এই মুষলের আঘাতে সামনের সবাইকেই হত্যা করল।
যাদবকূল নাকি বহু আগে থেকেই সর্বনাশের পথে পা বাড়িয়েছিল।অত্যাচার, অনাচার আর অন্যায়ের স্রোতে গা ভাসিয়েছিল।ক্ষমতার গর্ব আর ক্ষমতার অপব্যবহারেরও নাকি সীমা-পরিসীমা ছিল না।স্বয়ং কৃষ্ণ ও বলরামও পারলেন না কিছু করতে।আসলে মানুষের রূপে ভগবান দুনিয়ায় এলে সম্ভবত দুনিয়ার চিরকালীন রীতির বিরুদ্ধ কিছু তাঁরা করতে পারেন না বা ঈশ্বর তাদের সেই শক্তি দেন না।একই অবস্থা হয়েছিল কুরু-পান্ডব বংশেরও।কেবল পঞ্চপন্ডব জীবিত আর তদের সমস্ত পুত্র-মিত্র নিহত।এটাই কালের নিয়ম।পারস্পরিক হনাহানি কখনোই ভালো কিছু দিতেপারে না,দেয়নি।
কথাটা মনে হলো পেপার পত্রিকার কিছু গুঞ্জন দেখে।সরকর-বিরোধীদলের মধ্যে যদি কোন আলোচনা হয় তবে সেটাকে আমি সমর্থন করি।আলোচনার মাধ্যমেই যেকোন সমস্যা সমাধানের পথ খোঁজা জরুরী।পারস্পরিক হানাহানি দেশকে কিছুই দিতে পারে না।
সামনেই শীতকাল।মানে বিরোধী দলের আন্দোলনের সময়।অতীতের তেঁতো অভিজ্ঞতাকে স্মরণ করে তাই বলতে চাই- আর নয় মুষল কাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.