| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"গল্পের শেষ"
কল্পাশ্রিত হয়ে বহু পথ হেঁটে হেঁটে
মগজের অলি গলি ঘুরে-
স্বপ্নের ঘেরাটোপে অদেখার পিছুটানে চলে গেছি দূর থেকে দূরে।
সময়েরা চুপিসারে বলেছিল সেইক্ষণে
এই পথ ফুরোবার নয়,
তবু মনে হয়েছিল- আসব আবার ফিরে
মিটে গেলে সব সংশয়।
এইভাবে রাত দিন কেটে গেল নিভৃতে
বয়সটা গেল যেন বেড়ে,
অজানার ট্রেনখানি ছুটে গেল বহুদূরে-
আমাকে একলা পথে ছেড়ে।
এরপর এইপথে কতলোক এলো গেল
কত হল চেনা-পরিচয়,
দু'দিনেই কেটে গেল ভ্রান্তির সেই মোহ-
আসলে তো কেউ কারো নয়।
চতূর্দশীর রাতে কাজল দীঘির জলে
জেগে থাকে নিশাচর চাঁদ,
মোক্ষটুকুই হল জীবনের খাঁটিসোনা-
ভালোবাসা পুরোটাই খাঁদ।
সবকিছু দেখে শুনে নির্বাক হয়ে ভাবি
কোথায় আমার বাড়ি-ঘর....
ঠিকানাহীনের মত আজন্ম হেঁটে হেঁটে
চিরকাল আমি যাযাবর।
প্রকৃতিটা মনেহয় ধূসর এক ছায়াপথ
জীবনটা ভেসে থাকা ভেলা,
বেঁচে থাকা তার মাঝে নিয়তির পদ্ধতি-
আশা-নিরাশার সাথে খেলা।
মাঝেমাঝে ভাবি খুব অনেক তো দেখা হল-
এইবারে যেতে হয় ফিরে,
তখন হঠাৎ করে কেউ যেন ডেকে বলে-
'এই আমি, আর একটু দূরে'।
সকল ক্লান্তি ভুলে এরপর হেঁটে যাই
দূরে সেই অজানার পানে,
স্বপ্নকে ছুটি দিয়ে, সংসার ফেলে রেখে-
নির্বাসনের পিছুটানে।
এভাবেই একদিন জীবনটা থেমে যাবে
বয়ে নিয়ে ভাবনার রেশ,
মগজের অলি গলি ঘুরেফিরে এইখানে-
গল্পটা হয়ে যাবে শেষ।।
-কৃষ্ণেন্দু দাস,
শ্রাবন-১৪২৫ বঙ্গাব্দ।
২|
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
৩|
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০
কৃষ্ণেন্দু দাস এর কবিতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
রঞ্জন রয় বলেছেন:
হ্যাপি ব্লগিং.........!