| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিলুপ্তি"
বহুদিন পার করে হঠাৎ ইচ্ছে হল
ফিরে যাব অতীতের কাছে,
বাঁধভাঙা ভালবাসা সবটুকু তুলে নেব একটু একটু করে,
এইমনে যত জমা আছে।
কপটতা, সংকোচ আর যত অনুভূতি সেইক্ষণে থাকবেনা সাথে,
বন্ধন ভুলে গিয়ে দ্রোহের শিকল খুলে,
মোক্ষের অভিযানে-
আবার নামব আমি পথে।
যেই পথে একদিন শিরীষের ডালখানি নির্জীব অবেলায় চুপিসারে পড়েছিল নুয়ে,
শঠতার সংকোচে জীবন কে দূরে ঠেলে সময়েরা গিয়েছিল বয়ে।
মনে পড়ে গেল আজ বিস্মৃত যত কথা,
ভুলে যাওয়া মান-অভিমান-
দোলা দিয়ে গেল বুঝি নীরবে মনের মাঝে হাজার পাখির কুহুতান।
সময়ের আহ্বানে পার হয়ে যাবে দিন
অস্তাচলের পানে চেয়ে,
দেখা হবে একদিন দূরে কোন মোহনায়
নিভৃতে তরীখানি বেয়ে।
খুব বেশি মনে পড়ে বসন্তে কোনদিন
গ্রামের এক মেঠোপথ ধরে,
পলাশ ফুলের মালা খোঁপায় জড়িয়ে নিয়ে- আলতো অলস পায়ে,
যখন ফিরতে তুমি ঘরে।
কখনও নদীর তীরে হারিয়েছি নির্জনে
ঘুঘুডাকা দুপুরের ক্ষণে,
নির্বাক তাকিয়েছি তোমার আয়ত চোখে, ভুলে গেছি আজ সব-
কিছুই পড়েনা আর মনে।
জীবনের আয়োজনে আমি আজ বহুদূরে, ভুলে গিয়ে যত ছিল কথা,
অযাচিত ক্ষত হয়ে তবুও মনের মাঝে
কেন জানি বারবার-
ফিরে আসে অতীতের ব্যাথা।
এখন নতুন দিনে সবকিছু পরিপাটী বেশ ভালো এই বেঁচে থাকা,
তবুও হঠাৎ করে নিরাশার মেঘ হয়ে
প্রবল বৃষ্টি ঝরে, আমার এই পৃথিবীতে-
সবকিছু হয়ে যায় ফাঁকা।
এইভাবে বয়ে যাবে দিন, মাস, পার হয়ে
থেমে গিয়ে যত কলরব-
আমার চতুর্পাশে নামবে আঁধারী রাত,
বিলুপ্ত করে দিয়ে সব।।
-কৃষ্ণেন্দু দাস,
শ্রাবণ-১৪২৫ বঙ্গাব্দ।
©somewhere in net ltd.