নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামে কি আসে যায়, কাজেই মানুষের পরিচয়।

কৃষ্ণেন্দু দাস এর কবিতা

কৃষ্ণেন্দু দাস এর কবিতা › বিস্তারিত পোস্টঃ

বিস্মৃত বিপর্যয়

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

"বিস্মৃত বিপর্যয়"

জমাট বাঁধা অন্ধ অনুভূতি গুলো ইতস্ততঃ লেপ্টে আছে সত্ত্বার পুরোটা দেওয়াল জুড়ে।
স্বতঃস্ফূর্ত কিছু চিন্তা ইদানীং খুব বেশি গোলমেলে মনেহয়,
খেই হারাবার ভয়ে ভীত হয়ে আবার যখন একটু একটু করে
ভাবনা গুলোর ওপরে রং চড়াই-
নিজের অজান্তেই কিছু অব্যক্ত অভিব্যক্তি হাহাকার হয়ে ফুটে ওঠে
প্রমত্ত অবচেতনার মাঝে।
আহত পশুর ক্ষিপ্রতা নিয়ে
হঠাৎ করেই যেন জেগে উঠি আবার,
পৌষের হাড়কাঁপা শীতে লোভনীয় উষ্ণতার মত করে-
আরো দু'দন্ড শান্তনার চাদরে অবাধ্য মনটাকে জড়িয়ে নিয়ে প্রস্তুত হই
নতুন বিপর্যয় দেখব বলে।
দূরত্ব থেকে দুর্বোধ্যতা মহাকালের বিস্তৃতি ধারণ করে জানান দেয় তার
রং চটা ধূসর অবয়ব, দুঃস্বপ্নের মাঝে ভয়গুলো পাল্টে যায় ক্লান্তিতে।
ভাবলেশহীন এই নির্লজ্জ কিংবা নির্লিপ্ত বেঁচে থাকাই বোধহয় যথেষ্ট প্রাপ্তি !
এখন কারণ ছাড়াই নিজেকে খুব করে ভালবাসতে ইচ্ছে করে, মনেহয়-
এটাই তো বেশ অর্থপূর্ণ।
জীবন যদি বিপর্যয়ের দাসত্ব নীরবে মেনে এগিয়ে যায়, তবে সেই বিপর্যয় কে সচেতন বিস্মৃতির অতলে ঠেলে দিয়ে
স্বতঃস্ফূর্ত ভাবনার জগতে হারাতে
আর ভয় কি....
জীবনের অর্থ যদি হয় কিছু বিস্মৃত বিপর্যয়ের
ভুলে যাওয়া পান্ডুলিপি, তবে
সেখানে আর একপ্রস্থ দুর্বোধ্য কিছু লিখে রেখে যেতে বিন্দুমাত্র আপত্তি নেই আমার।।
-কৃষ্ণেন্দু দাস,
আষাঢ়-১৪২৫ বঙ্গাব্দ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.