নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামে কি আসে যায়, কাজেই মানুষের পরিচয়।

কৃষ্ণেন্দু দাস এর কবিতা

কৃষ্ণেন্দু দাস এর কবিতা › বিস্তারিত পোস্টঃ

আড়ষ্টতা

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

"আড়ষ্টতা"
নিজেকে সম্পূর্ণটা বদলে নেবার কয়েক মূহুর্ত আগেও মনে হয়েছিল-
নাহ্, আমার সত্যিই এবার পালানোটাই শ্রেয়।
ধূসর একটি স্বস্তা জীবন তার শৃঙ্খলময় আঙ্গুলে আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেবার পায়তারা করছিল বেশ আগে থেকেই;
হয়তো এবারে পরাস্ত হতেই হয়!
অথচ পরম্পরাকে ভেঙ্গে দেবার যে দৃঢ় প্রত্যয় জেগেছিল একদিন,
যে স্বপ্নের ঠোকরে উত্যক্ত বিবেক নিয়ে একদা কেটেছে আমার সমুহ ক্ষণ;
সেইদিন, সেই স্বপ্নকে আজ আর বিশ্বাস করতে ইচ্ছে হয়না।
এরপর বয়সের ভারে স্বপ্নেরা যখন অভিব্যক্তিহীন;
সেই প্রহরে নিজেকে যেন খুব করে অচেনা মনেহয়।
মনেহয় যেন খুব বড় কোন ভুল রয়ে গেছে কোথাও,
দৌড়ের মাঠে হঠাৎ নিজেকে সবার পেছনে দেখে ভীষণ ভয় হয় এখন।
আমার প্রমত্ত অবচেতনা তখনও আমায় চিৎকার করে বলে-
পালিয়ে যাও!
আর সামান্য পথের পরেই সেই কাঙ্খিত মোক্ষ।
চমকে কেঁপে উঠে তাকাই চারিদিকে;
ছাদের সেই ঘুলঘুলি, বিবর্ণ চেয়ার টেবিল; আর দেয়ালের ওপাশে সমস্ত মানুষ ধূর্ত চোখে চেয়ে আমায় বলে-
ফিরে এসো।
আমার খুব ভয় করে;
অদ্ভূত আড়ষ্টতা নিয়ে আমি এগিয়ে যাই সামনে;
আর পালানো হয়ে ওঠেনা আমার।।
-কৃষ্ণেন্দু দাস/ সেপ্টেম্বর,২০১৭।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.