নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Welcome to Ayuub Ahmeed Khaan\'s blog.

তীর্থ পদাতিক

স্ববিরোধীতা, কনফিউশন, স্ট্রেস এইগুলোর সমষ্টি হলাম আমি। পারিপার্শ্বিকতায় এসব বৈশিষ্ট আমি পেয়েছি। আমার মতে নির্দিষ্ট বিষয়ে মনোযোগ সফলতার প্রধান শর্ত কিন্তু তা আমার নেই। লাস্ট বেঞ্চের ছাত্র আমি। প্রফেশনাল স্কিল জিরো।পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা আছে কিন্তু তা হতে পারিনি। নিজেকে নিয়ে বললে সুখ-দুঃখের কথা ছাড়া তা অসম্পূর্ন,তা এড়িয়ে গেলাম। ম্যাগনিফিসেন্ট অথবা এলিট লাইফ যা-ই বলি না কেন ঐরকম লাইফ স্টাইল লিফট করতে কে না চায়? আমিও তার ব্যাতিক্রম নই। - twitter.com/KhaanOfficial -instagram.com/khaanayuub

তীর্থ পদাতিক › বিস্তারিত পোস্টঃ

স্টিভ জবস এর অনুধাবন !!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

(সম্ভবত মৃত্যুর কিছু কাল আগে জীবন নিয়ে স্টিভ জবসের অনুধাবনমূলক লেখা)
বাণিজ্যিক দুনিয়ায় আমি সাফল্যের একেবারে সর্বোচ্চ চুড়োয় আরোহণ করেছি।যা আপনাদের কাছে সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত।কিন্তু,এ কথা ধ্রুব সত্য কাজের বাইরে আমার সামান্যই আনন্দ ছিলো। সম্পদের প্রলোভনে বিভোর ছিলাম সারা জীবন। আজ মৃত্যুশয্যায় শুয়ে যখন জীবনটাকে দেখি-তখন আমার মনে হয়, আমার সব সম্মান, খ্যাতি আর অর্জিত সম্পদ আসন্ন মৃত্যুর সামনে একেবারেই ম্লান, তুচ্ছ আর অর্থহীন।এ্যাপলের বিশাল সাম্রাজ্য আমার নিয়ন্ত্রনে ছিলো-কিন্তু মৃত্যু আজ আমার নিয়ন্ত্রণের বাইরে।পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি কবরের বিছানায় শুয়ে আছে সেটা আদৌ কোনো বড় ব্যাপার না। প্রতি রাতে নিজের বিছানায় শুয়ার আগে আমি কি করলাম -সেটাই আসল ব্যাপার। অন্ধকার রাতে জীবনরক্ষাকারী মেশিনের সবুজ বাতিগুলোর দিকে চেয়ে আমার বুকের গহীনে হাহাকার করে ওঠে। মেশিনের শব্দের ভিতরে আমি নিকটবর্তী মৃত্যু দেবতার নিঃশ্বাস অনুভব করতে পারি। অনুধাবন করতে পারি-শুধু সম্পদ না, সম্পদের সাথে সম্পর্কহীন জিনিসেরও মানুষের অন্বেষণ করা উচিত।
বেকুবের মতো সম্পদ আহরণই সবকিছুই নয়- আরো অনেককিছু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে।আর তা হলো- মানুষের সাথে সুসম্পর্ক তৈরী করা,চিত্রকলার সৌন্দর্য্য উপলব্ধি করা আর তারুণ্যে একটি সুন্দর স্বপ্ন নিজের হৃদয়ে লালন করা। শুধু সম্পদের পেছনে ছুটলেই মানুষ আমার মতো এক ভ্রান্ত মানুষে পরিণত হতে পারে। ঈশ্বর আমাদের সবার হৃদয়ে ভালবাসা অনুভব করার জ্ঞান দিয়েছেন।কেবলমাত্র এই নশ্বর দুনিয়ায় সম্পদের মোহে জড়িয়ে পড়ার জন্য নয়। এই যে মৃত্যু শয্যায় শুয়ে আছি।কই, সব সম্পদতো এই বিছানায় নিয়ে আসতে পারিনি। শুধু আজ সাথে আছে ভালোবাসা, প্রেম, মায়া, মমতার স্ম্বতিগুলোই । এগুলোই শুধু সাথে থেকে সাহস যোগাবে , আলোর পথ দেখাবে। ভালোবাসা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে- সম্পদ না খুঁজে ভালোবাসাও খোঁজে নিতে হয়। সম্পদ কভু শান্তি আনেনা।মানুষের প্রতি গভীর মমত্ববোধ আর ভালোবাসাই শান্তি আনে।পৃথিবীটাকে দেখো। শুধু সম্পদের পেছনে ছুটে হাহাকার করলে জীবনটাকে উপভোগ করতে পারবে না...
পৃথিবীতে সবচেয়ে দামী বিছানা কি জানেন? তাহলো- হাসপাতালের মৃত্য শয্যা। আপনাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আপনি একজন গাড়ি চালক রাখতে পারেন। আপনার নিযুক্ত কর্মচারীরা আপনার জন্য অনেক টাকাই আয় করে দিবে।কিন্তু এটাই সবচেয়ে বড় সত্য গোটা পৃথিবী চষে, পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলেও একজন মানুষও পাবেন না যে আপনার রোগ বয়ে বেড়াবে।
বৈষয়িক যে কোনো জিনিস হারালে আপনি পাবেন। কিন্তু একটা জিনিসই হারালে আর পাওয়া যায়না তা হলো মানুষের জীবন। মানুষ যখন অপারেশান থিয়েটারে যায় তখন সে কেবলি অনুধাবন করে- কেন জীবনের মূল্যটা আগে বুঝিনি!! জীবনের যে স্টেজেই আপনি আজ থাকুন না কেন- ,মৃত্যু পর্দা আপনার জীবনের সামনে হাজির হবেই। সাঙ্গ হবে জীবন। তাই, এই নশ্বর জীবনের পরিসমাপ্তির আগে পরিবারের জন্য, আপনজনের জন্য, বন্ধুদের জন্য হৃদয়ে সবসময় ভালোবাসা রাখুন। নিজের জীবনটাকে ভালোবাসুন। ঠিক নিজের মতো করে অন্যকেও ভালোবাসুন।

twitter.com/KhaanOfficial
instagram.com/khaanayuub

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

ক্রন্দসী বলেছেন: বাহ সুন্দর বেশ

২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে, অন্তত লেখাটা পড়ে, সব মানুষই মৃত্যুশয্যায় শুয়ে, কিংবা গুরুতর অসুস্থ হয়ে গেলে, সাধু টাইপ কিছু হয়ে যায়!
যাই হোক, সুন্দর শেয়ার।
মূল লেখার লিংকটা কি দিতে পারবেন?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

তীর্থ পদাতিক বলেছেন: Click This Link

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

কানিজ রিনা বলেছেন: মৃত্যু সজ্জায় না গেলে কেউ বুঝেনা।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

ধমনী বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.