![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্ববিরোধীতা, কনফিউশন, স্ট্রেস এইগুলোর সমষ্টি হলাম আমি। পারিপার্শ্বিকতায় এসব বৈশিষ্ট আমি পেয়েছি। আমার মতে নির্দিষ্ট বিষয়ে মনোযোগ সফলতার প্রধান শর্ত কিন্তু তা আমার নেই। লাস্ট বেঞ্চের ছাত্র আমি। প্রফেশনাল স্কিল জিরো।পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা আছে কিন্তু তা হতে পারিনি। নিজেকে নিয়ে বললে সুখ-দুঃখের কথা ছাড়া তা অসম্পূর্ন,তা এড়িয়ে গেলাম। ম্যাগনিফিসেন্ট অথবা এলিট লাইফ যা-ই বলি না কেন ঐরকম লাইফ স্টাইল লিফট করতে কে না চায়? আমিও তার ব্যাতিক্রম নই। - twitter.com/KhaanOfficial -instagram.com/khaanayuub
কেমন কাটবে তাদের পহেলা বৈশাখ ?
সবাই জনে, এরা মাদকাসক্ত,টোকাই,চোর,ছিনতাইকারী তাই তাঁরা ঘৃনার পাত্র কিন্তু ভিতরের খবর ক'জন জানি? এই ছেলেগুলোর অনেকেই জানেনা তাদের মা-বাবা কে? অনেকেই তাদের মাকে চেনে, কিন্তু বাবাকে চেনেনা, হয়তো তাদের মাও জানেনা এই ছেলের বাবা কে অর্থাৎ আমাদের ভাষায় জারজ। অনেকের মা-বাবা দুজনই আছে, কিন্তু শিশু বয়সেই মা-বাবা আলাদা হয়ে উভয়ই নতুন করে সংসার পেতেছে। তাঁরা তাদের নতুন সংসার নিয়ে ব্যস্ত কে রাখবে অসহায় দুঃখী সন্তানের খবর। এদের অনেকেরই শিশু বয়সে জায়গা হয়েছে খাটের নিচে, আর বড় হবার পর ফুটপাতে কারন তাদের মা বেশ্যা !! শিশুকাল থেকেই তাঁরা পেয়ে এসেছে অসহ্য যন্ত্রনা অভাবের তাড়না আর যখন থকে বুঝতে শিখেছে তখন থেকে দুনিয়ার প্রতি তীব্র ঘৃনা আর মনোকষ্ট !! মা-বাবাই যাদের ঠেলে দিয়েছে নরক যন্ত্রনায় তাঁরা আবার কিসে সুখ খুঁজবে? আমরা তাদেরকে সূশিক্ষিত এবং মানুষ হবার সুযোগ দেইনি কিন্তু আমরাই তাদের অমানুষ বলে ঘৃনা করি!! আর এই হলাম আমরা ভদ্র মানুষ রুপে অমানুষ !!
twitter.com/KhaanOfficial
instagram.com/KhaanOfficial
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: ইশ!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩
কানিজ রিনা বলেছেন: ঠিকই বলেছেন,