নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Welcome to Ayuub Ahmeed Khaan\'s blog.

তীর্থ পদাতিক

স্ববিরোধীতা, কনফিউশন, স্ট্রেস এইগুলোর সমষ্টি হলাম আমি। পারিপার্শ্বিকতায় এসব বৈশিষ্ট আমি পেয়েছি। আমার মতে নির্দিষ্ট বিষয়ে মনোযোগ সফলতার প্রধান শর্ত কিন্তু তা আমার নেই। লাস্ট বেঞ্চের ছাত্র আমি। প্রফেশনাল স্কিল জিরো।পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা আছে কিন্তু তা হতে পারিনি। নিজেকে নিয়ে বললে সুখ-দুঃখের কথা ছাড়া তা অসম্পূর্ন,তা এড়িয়ে গেলাম। ম্যাগনিফিসেন্ট অথবা এলিট লাইফ যা-ই বলি না কেন ঐরকম লাইফ স্টাইল লিফট করতে কে না চায়? আমিও তার ব্যাতিক্রম নই। - twitter.com/KhaanOfficial -instagram.com/khaanayuub

তীর্থ পদাতিক › বিস্তারিত পোস্টঃ

সংযম মানে কি শুধু পানাহার থেকে বিরত থাকা !!

১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩

রোজা মানে হলো একটা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকা । কিন্তু এই সংযমটা কিন্তু প্রতীকী । আসল সংযম নিজের জীবনাচরণ এর মধ্যে নিহিত । যেমনঃ বিভিন্ন প্রকার পার্থিব /অপার্থিব লোভ থেকে নিজেকে সংযত করা, কামনার বাসনা থেকে নিজেকে বিরত রাখা, অসংযত আচরন থেকে নিজেকে বিরিত রাখা, ফেতনা -ফ্যাসাদ থেকে নিজেকে বিরত রাখা। নিজের ক্রোধ কে দমন করে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নামও কি সংযম নয়? অথবা ব্যবসায়ীদের ক্ষেত্রে তা হতে পারে মজুতদারী তথা অতি মুনাফার লোভে ক্রেতাদের ঠকানো থেকে বিরত রাখা। অথবা খুব কামুক একজন ব্যাক্তি যখন শুধুমাত্র রমজানকে উপলক্ষ করে নিজের সেক্সুয়াল চাহিদাকে নিয়ন্ত্রন করে এর নামও কি সংযম নয় ? অর্থাৎ সংযম শুধুমাত্র পানাহার থকে বিরত থাকা নয় , আসল সংযম জীবনাচরণের প্রতিটি ক্ষেত্রে নিজেকে নেতিবাচক কার্যকলাপ থেকে বিরত রাখা । কিন্তু আমরা শুধু একটা জায়গায়ই ফোকাস করি । আর তা হলো না খেয়ে থাকা !!! সবচেয়ে বড় কথা হলো সারাদিন রোজা রেখে ইফতারির সময় এমন খাবারের আয়োজন করতেছি যা বিয়ে বাড়ীর খানাকেও হার মানায় !! অর্থাৎ সারাদিন এর সংযমের কবর রচনা করলাম ইফতারীতে। আশপাশের গরীব-অসহায়-অভুক্ত মানুষ গুলোর কোন খবর ই আমরা রাখিনা।
সবাইকে রমজানের শুভেচ্ছা।

তীর্থ পদাতিক
twitter.com/KhaanOfficial
instagram.com/KhaanAyuub
&
fb.com/KhaanTimeline

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.