নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ আলম

খালিদ আলম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নপত্র ফাঁস চক্রে জুডিশিয়াল কন্ট্রোলারের ব্যক্তিগত কর্মকর্তা, প্রশ্ন প্রতি ১৫ লক্ষ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩২

মেডিকেলে ভর্তি, কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ও সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জুডিশিয়াল সার্ভিস কমিশন কন্ট্রোলারের ব্যক্তিগত কর্মকর্তা নাজিমও জড়িত। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের যোগসাজশে নাজিম এ ধরনের অপকর্ম চালায়। এরা সাধারণত মেডিকেল ভর্তির প্রশ্ন ১৫ লাখ, কৃষি কর্মকর্তা নিয়োগের প্রশ্ন ৬ লাখ এবং সহকারী জজ নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তৈরি করতে ১০ লাখ টাকা নিয়ে থাকে।
মাহমুদ জানান, নির্দিষ্ট তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর নাজিম টাকা নেওয়া পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদা করে রাখেন। পরে আগে থেকে সংগ্রহে থাকা ব্লাঙ্ক উত্তরপত্রে প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র তৈরি করে আবার অন্যান্য উত্তরপত্রের সাথে রেখে দেয়া হয়।


তিনি জানান, এর আগে গত বুধবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ জনকে আটক করা হয়। ওই চারজনকে জিজ্ঞাসাবাদে ‌দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে এই তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান ইমতিয়াজ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোর কিপার রেজাউল করিম।

পরিচালক আরো জানান, এ ধরনের ঘটনার সাথে আরো অনেকেরই জড়িত থাকার তথ্য রয়েছে। এই চক্রগুলো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে এ ধরনের অপকর্ম করে থাকে। অত্যাধুনিক ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে তারা।

তিনি জানান, আটককৃত ওমর সিরাজের অফিস ও তার বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উত্তরপত্র, বেশ কিছু নগদ টাকা ও ব্যাংক চেক জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করে র‌্যাব

http://www.rtnn.net/bangla//newsdetail/detail/3/44/120239#.VgARECseAbw

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.